সেপ্টেম্বরে ৩৯৮টি সড়ক দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত
- আপডেট সময় : ০৩:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ৪৩৭ বার পড়া হয়েছে
দেশে গত সেপ্টেম্বর মাসে ৩৯৮টি সড়ক দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হয়েছে বলে দাবি করেছে রোড সেফটি ফাউন্ডেশন। তারা বলছে, এসব দুর্ঘটনায় আহতের সংখ্যা ৭৮৩। এই দুর্ঘটনার অধিকাংশ ঘটেছে ঢাকা বিভাগে। তাদের পরিসংখ্যানে, এ মাসে সড়কে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে।
আজ রোববার (৮ অক্টোবর) বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি।
প্রতিবেদনের তথ্যমতে, গত মাসে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৩ দশমিক ৩৩ জনের মৃত্যু হয়েছে। মাসটিতে নিহতদের মধ্যে নারী ৪৮ জন ও ৫৩ জন শিশু রয়েছে। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। ১৬৭ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ১৫১ জন, যা মোট নিহতদের ৩৮ দশমিক ৩২ শতাংশ।
সংস্থাটি বলছে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এই বিভাগে ১২১ দুর্ঘটনায় ১১৬ জন নিহত হয়েছে। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। মাসটিতে এই বিভাগে ২০টি দুর্ঘটনা ঘটেছে। সবচেয়ে কম নিহত হয়েছে ময়মনসিংহ বিভাগে। সেপ্টেম্বরে বিভাগটিতে সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছে।
একক জেলা হিসেবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রামে। জেলাটিতে ৩২ দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছে। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান ও নড়াইল জেলায়। এই পাঁচ জেলায় সামান্য মাত্রার ১১ দুর্ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি হয়নি।