ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ডান্ডা মেরে নয়, ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউরেনিয়ামের দুই চালান এসেছে। বেশি লাফালাফি করলে কিছু ফখরুলের মাথায়, কিছু মঈন খানের মাথায়, কিছু আব্বাসের মাথায় এবং কিছু রিজভীর মাথায় ঢেলে দেব। এখন ডান্ডা মেরে নয়, ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব বলে মন্তব্য করেছন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৯ অক্টোবর) রাজধানীর গাবতলী থেকে মিরপুর রোডগামী সড়কে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিচত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, রূপপুর যারা বন্ধ করতে চায়, তাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। ভোট আগামী জানুয়ারিতে হবে। এর আগে নভেম্বরে কোয়ার্টার ফাইনাল এবং ডিসেম্বরে হবে ফাইনাল খেলা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভোট জানুয়ারিতে হবে। নভেম্বরে হবে কোয়ার্টার ফাইনাল, ডিসেম্বরে হবে ফাইনাল। ভোট হবে, খেলা হবে। বিএনপির সঙ্গে খেলা ছাড়া কোনো উপায় নেই। তাদের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ভোট চোরের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে খেলা হবে। এ খেলা সারা বাংলায়, সারা ঢাকায় হবে। জোরে জোরে খেলা হবে। এতে ফাউল করলে হলুদ কার্ড, ফাউল করলে লালকার্ড।

ওবায়দুল কাদের বলেন, চলবে আন্দোলন। মির্জা ফখরুল বলে ঢাকা অচল করে দেবে এই অক্টোবর মাসে। ঢাকা অচল করতে এলে বিএনপিকেই অচল করে দেবে ঢাকাবাসী। অচল করতে এসে নিজেরাই অচল হয়ে যাবে। ইউরেনিয়ামের দুটি চালান এসেছে। প্রধানমন্ত্রীর কাছে পুতিন (রাশিয়ার প্রেসিডেন্ট) হস্তান্তর করেছেন।

তিনি বলেন, সাংঘাতিক আলো ঝলমলো পরিবেশ হবে বাংলাদেশে। এতে ফখরুলের অন্তর্জালা, মঈনুদ্দিন খানের (মঈন খান) অন্তর্জ্বালা। বলেছে রূপপুর বন্ধ করে দেবে, কে বলেছে? আমরা বলছি, যারা রূপপুর বন্ধ করতে চায় সে ফখরুল, মঈন খানের মাথায় রাশিয়ার ইউরেনিয়াম ঢেলে দেব। দুটি চালান এসেছে। সেটার কিছু ফখরুলের মাথায়, কিছু গয়েশ্বরের মাথায়, কিছু আব্বাসের মাথায়, কিছু মঈন খানের মাথায়, কিছু রিজভী পাগলার মাথায়… যে লাফাবে তার মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। এখন আর ডান্ডা মেরে ঠান্ডা করব না, মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডান্ডা মেরে নয়, ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০২:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

ইউরেনিয়ামের দুই চালান এসেছে। বেশি লাফালাফি করলে কিছু ফখরুলের মাথায়, কিছু মঈন খানের মাথায়, কিছু আব্বাসের মাথায় এবং কিছু রিজভীর মাথায় ঢেলে দেব। এখন ডান্ডা মেরে নয়, ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব বলে মন্তব্য করেছন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৯ অক্টোবর) রাজধানীর গাবতলী থেকে মিরপুর রোডগামী সড়কে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিচত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, রূপপুর যারা বন্ধ করতে চায়, তাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। ভোট আগামী জানুয়ারিতে হবে। এর আগে নভেম্বরে কোয়ার্টার ফাইনাল এবং ডিসেম্বরে হবে ফাইনাল খেলা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভোট জানুয়ারিতে হবে। নভেম্বরে হবে কোয়ার্টার ফাইনাল, ডিসেম্বরে হবে ফাইনাল। ভোট হবে, খেলা হবে। বিএনপির সঙ্গে খেলা ছাড়া কোনো উপায় নেই। তাদের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ভোট চোরের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে খেলা হবে। এ খেলা সারা বাংলায়, সারা ঢাকায় হবে। জোরে জোরে খেলা হবে। এতে ফাউল করলে হলুদ কার্ড, ফাউল করলে লালকার্ড।

ওবায়দুল কাদের বলেন, চলবে আন্দোলন। মির্জা ফখরুল বলে ঢাকা অচল করে দেবে এই অক্টোবর মাসে। ঢাকা অচল করতে এলে বিএনপিকেই অচল করে দেবে ঢাকাবাসী। অচল করতে এসে নিজেরাই অচল হয়ে যাবে। ইউরেনিয়ামের দুটি চালান এসেছে। প্রধানমন্ত্রীর কাছে পুতিন (রাশিয়ার প্রেসিডেন্ট) হস্তান্তর করেছেন।

তিনি বলেন, সাংঘাতিক আলো ঝলমলো পরিবেশ হবে বাংলাদেশে। এতে ফখরুলের অন্তর্জালা, মঈনুদ্দিন খানের (মঈন খান) অন্তর্জ্বালা। বলেছে রূপপুর বন্ধ করে দেবে, কে বলেছে? আমরা বলছি, যারা রূপপুর বন্ধ করতে চায় সে ফখরুল, মঈন খানের মাথায় রাশিয়ার ইউরেনিয়াম ঢেলে দেব। দুটি চালান এসেছে। সেটার কিছু ফখরুলের মাথায়, কিছু গয়েশ্বরের মাথায়, কিছু আব্বাসের মাথায়, কিছু মঈন খানের মাথায়, কিছু রিজভী পাগলার মাথায়… যে লাফাবে তার মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। এখন আর ডান্ডা মেরে ঠান্ডা করব না, মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব।