০৭:৩৪ অপরাহ্ন, রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বার্সেলোনার পয়েন্ট ভাগাভাগি, আর্সেনালের স্বস্তির জয়

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৮:০০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • ৭৫ দেখেছেন

লা লিগার ম্যাচে গুরুত্বপূর্ণ ম্যাচে গ্রানাদার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে বার্সেলোনা। ম্যাচটিতে অনেকটা হারতে হারতে শেষ পর্যন্ত ড্র করে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথম মিনিটেই জারাগোজা মার্টিনেজের গোলে এগিয়ে যায় গ্রানাদা। ২৯তম মিনিটে ফের গোল করেন মার্টিনেজ। এতে লা লিগায় মৌসুমের প্রথম হারটিও যেন চোখ রাঙাচ্ছিল বার্সাকে।

তবে বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে লামিন ইয়ামালের গোলে ব্যবধান ২–১ এ নেমে আসে। স্বস্তি আসে বার্সেলোনা শিবিরে। এই গোলে লা লিগার ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার তালিকাতেও নাম লিখিয়েছে ইয়ামাল। ১৬ বছর ৮৭ দিনে লা লিগায় নিজের প্রথম গোলটি করে এই টিনএজার। এত দিন লা লিগায় সর্বকনিষ্ঠ গোলদাতা ছিলেন ফেব্রিক ওলিঙ্গা। যিনি ২০১২ সালে মালাগার হয়ে ১৬ বছর ৯৮ দিনে গোল করেছিল।

বিরতির পর দুই দলের মধ্যে চলে ব্যপক আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে ম্যাচের ৮৫ মিনিটে সের্হি রবার্তোর গোলে গ্রানাদার স্বপ্ন ভেঙে পয়েন্ট ভাগিয়ে আনে বার্সা। ম্যাচ শেষ হয় ২–২ গোলে ড্রয়ে। এ ড্রয়ের পর ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠল বার্সা।

ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে রোববার রাতে মুখোমুখি হয় আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। গুরুত্বপূর্ণ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নেয় আর্সেনাল। ৮ বছর পর সিটির বিপক্ষে জয় পায় তারা।

২০১৫ সালে আর্সেন ওয়েঙ্গারের আমলে সবশেষ লিগে সিটিজেন্সদের হারিয়েছিল আর্সেনাল। দীর্ঘ সেই বিরতির পর রোববার গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলে আবারও ম্যানসিটিকে হারিয়েছে তারা।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে উত্তর লন্ডনের ক্লাবটি তুলে নিয়েছে স্বস্তির এক জয়। এ জয়ে ২০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠে এল আর্সেনাল। ১৮ পয়েন্টেই আটকে থাকা সিটি নেমে গেল তিনে। টটেনহামের পয়েন্ট আর্সেনালের সমান ২০। তবে বেশি গোল করায় শীর্ষেই রয়ে গেল স্পার্সরা।

নাইকো মামলা: ১২ সেপ্টেম্বরের মধ্যে সব সাক্ষীকে হাজির করার নির্দেশ

বার্সেলোনার পয়েন্ট ভাগাভাগি, আর্সেনালের স্বস্তির জয়

আপডেট : ০৮:০০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

লা লিগার ম্যাচে গুরুত্বপূর্ণ ম্যাচে গ্রানাদার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে বার্সেলোনা। ম্যাচটিতে অনেকটা হারতে হারতে শেষ পর্যন্ত ড্র করে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথম মিনিটেই জারাগোজা মার্টিনেজের গোলে এগিয়ে যায় গ্রানাদা। ২৯তম মিনিটে ফের গোল করেন মার্টিনেজ। এতে লা লিগায় মৌসুমের প্রথম হারটিও যেন চোখ রাঙাচ্ছিল বার্সাকে।

তবে বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে লামিন ইয়ামালের গোলে ব্যবধান ২–১ এ নেমে আসে। স্বস্তি আসে বার্সেলোনা শিবিরে। এই গোলে লা লিগার ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার তালিকাতেও নাম লিখিয়েছে ইয়ামাল। ১৬ বছর ৮৭ দিনে লা লিগায় নিজের প্রথম গোলটি করে এই টিনএজার। এত দিন লা লিগায় সর্বকনিষ্ঠ গোলদাতা ছিলেন ফেব্রিক ওলিঙ্গা। যিনি ২০১২ সালে মালাগার হয়ে ১৬ বছর ৯৮ দিনে গোল করেছিল।

বিরতির পর দুই দলের মধ্যে চলে ব্যপক আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে ম্যাচের ৮৫ মিনিটে সের্হি রবার্তোর গোলে গ্রানাদার স্বপ্ন ভেঙে পয়েন্ট ভাগিয়ে আনে বার্সা। ম্যাচ শেষ হয় ২–২ গোলে ড্রয়ে। এ ড্রয়ের পর ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠল বার্সা।

ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে রোববার রাতে মুখোমুখি হয় আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। গুরুত্বপূর্ণ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নেয় আর্সেনাল। ৮ বছর পর সিটির বিপক্ষে জয় পায় তারা।

২০১৫ সালে আর্সেন ওয়েঙ্গারের আমলে সবশেষ লিগে সিটিজেন্সদের হারিয়েছিল আর্সেনাল। দীর্ঘ সেই বিরতির পর রোববার গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলে আবারও ম্যানসিটিকে হারিয়েছে তারা।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে উত্তর লন্ডনের ক্লাবটি তুলে নিয়েছে স্বস্তির এক জয়। এ জয়ে ২০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠে এল আর্সেনাল। ১৮ পয়েন্টেই আটকে থাকা সিটি নেমে গেল তিনে। টটেনহামের পয়েন্ট আর্সেনালের সমান ২০। তবে বেশি গোল করায় শীর্ষেই রয়ে গেল স্পার্সরা।