০৫:২১ পূর্বাহ্ন, রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করলেন তথ্যমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ড. হাছান মাহমুদ। তিনি বলেন, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।

এর আগেও এর আগেও চিকিৎসকরা তার মৃত্যু ঝুঁকির কথা বলেছিলেন। অনেক শঙ্কায় ছিলেন বলে জানিয়েছিলেন। কিন্তু তখনও দেশেই সঠিক চিকিৎসায় সুস্থ হয়েছিলেন তিনি। এ কারণে মহান আল্লাহর কাছে এবারও দোয়া করি, তিনি সুস্থ হয়ে যেন শিগগিরই বাসায় ফেরেন বলে জানান তথ্যমন্ত্রী।

এছাড়া বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, দেখেন, তার বিদেশে চিকিৎসার বিষয়টি আমাদের নয়। এটি সম্পূর্ণ আদালতের উপর।

এ সময় ড. হাছান মাহমুদ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের অংশগ্রহণে সঠিক সময়েই অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, তাতে কিছু যায় আসে না।

এ ছাড়া তথ্যমন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে বলেন, দেশের ওপর আস্থা নেই বলেই পাকিস্তান আমল ভালো ছিল বলে এমন মন্তব্য করেছিলেন মির্জা ফখরুল।

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করলেন তথ্যমন্ত্রী

আপডেট : ০২:২৭:২০ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ড. হাছান মাহমুদ। তিনি বলেন, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।

এর আগেও এর আগেও চিকিৎসকরা তার মৃত্যু ঝুঁকির কথা বলেছিলেন। অনেক শঙ্কায় ছিলেন বলে জানিয়েছিলেন। কিন্তু তখনও দেশেই সঠিক চিকিৎসায় সুস্থ হয়েছিলেন তিনি। এ কারণে মহান আল্লাহর কাছে এবারও দোয়া করি, তিনি সুস্থ হয়ে যেন শিগগিরই বাসায় ফেরেন বলে জানান তথ্যমন্ত্রী।

এছাড়া বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, দেখেন, তার বিদেশে চিকিৎসার বিষয়টি আমাদের নয়। এটি সম্পূর্ণ আদালতের উপর।

এ সময় ড. হাছান মাহমুদ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের অংশগ্রহণে সঠিক সময়েই অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, তাতে কিছু যায় আসে না।

এ ছাড়া তথ্যমন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে বলেন, দেশের ওপর আস্থা নেই বলেই পাকিস্তান আমল ভালো ছিল বলে এমন মন্তব্য করেছিলেন মির্জা ফখরুল।