ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজার কাছে ইসরাইলের এক লাখ রিজার্ভ সেনা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • / ৪৩২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার পর গাজা উপত্যকার কাছে এক লাখ রিজার্ভ সেনা জড়ো করেছে ইসরাইল। সোমবার ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।

সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিওতে জোনাথন কনরিকাস বলেন, আমরা প্রায় এক লাখ রিজার্ভ সেনা সংগ্রহ করেছি যারা বর্তমানে দক্ষিণ ইসরাইলে অবস্থান করছে।

এই মুখপাত্র বলেন, আমাদের কাজ এটা নিশ্চিত করা যে, এই যুদ্ধ শেষে ইসরাইলের বেসামরিক নাগরিকদের হুমকি দেয়ার মতো সামরিক সক্ষমতা যাতে হামাসের আর না থাকে।

তিনি আরও বলেন, আমরা এটাও নিশ্চিত করতে চাই, হামাস গাজা উপত্যকায় শাসন করতে পারবে না।

এছাড়া ইসরাইলি সেনারা দেশটির দক্ষিণে অনুপ্রবেশকারী ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিহত করছে বলেও জানান তিনি।

এর আগে শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস হঠাৎ করেই ইসরাইলে এ বছরের সবচেয়ে বড় হামলা চালায়। হামাসের এ নজিরবিহীন হামলায় অন্তত ৭০০ জন ইসরাইলি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরাইলি বাহিনীর পাল্টা বিমান হামলায় নিহত হয়েছেন ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি। এসব হামলায় এরইমধ্যে আহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।

হামাসের পাশাপাশি লেবাননভিত্তিক শিয়াপন্থি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহও রোববার ইসরাইলি অবস্থান লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। তবে এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

গাজার কাছে ইসরাইলের এক লাখ রিজার্ভ সেনা

আপডেট সময় : ০৭:৪৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার পর গাজা উপত্যকার কাছে এক লাখ রিজার্ভ সেনা জড়ো করেছে ইসরাইল। সোমবার ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।

সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিওতে জোনাথন কনরিকাস বলেন, আমরা প্রায় এক লাখ রিজার্ভ সেনা সংগ্রহ করেছি যারা বর্তমানে দক্ষিণ ইসরাইলে অবস্থান করছে।

এই মুখপাত্র বলেন, আমাদের কাজ এটা নিশ্চিত করা যে, এই যুদ্ধ শেষে ইসরাইলের বেসামরিক নাগরিকদের হুমকি দেয়ার মতো সামরিক সক্ষমতা যাতে হামাসের আর না থাকে।

তিনি আরও বলেন, আমরা এটাও নিশ্চিত করতে চাই, হামাস গাজা উপত্যকায় শাসন করতে পারবে না।

এছাড়া ইসরাইলি সেনারা দেশটির দক্ষিণে অনুপ্রবেশকারী ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিহত করছে বলেও জানান তিনি।

এর আগে শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস হঠাৎ করেই ইসরাইলে এ বছরের সবচেয়ে বড় হামলা চালায়। হামাসের এ নজিরবিহীন হামলায় অন্তত ৭০০ জন ইসরাইলি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরাইলি বাহিনীর পাল্টা বিমান হামলায় নিহত হয়েছেন ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি। এসব হামলায় এরইমধ্যে আহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।

হামাসের পাশাপাশি লেবাননভিত্তিক শিয়াপন্থি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহও রোববার ইসরাইলি অবস্থান লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। তবে এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।