বিএনপির সঙ্গে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল
- আপডেট সময় : ০৬:৪৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ৪২৪ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেছে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। সোমবার (৯ অক্টোবর) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ করতে এবং নির্বাচনের পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। প্রতিনিধি দলটি ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ঢাকায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, নির্বাচন কর্তৃপক্ষ, সুশীল সমাজ এবং অন্য নির্বাচনী স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করবে।
এরই অংশ হিসেবে সোমবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি নেতাদের সাথে বৈঠকে বসেছে সফররত প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ এশিয়াবিষয়ক সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কার্ল এফ. ইন্ডারফার্থ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি স্হায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান,নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বিএনপি মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান আসাদ।