বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম
- আপডেট সময় : ০৮:১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ৪৩২ বার পড়া হয়েছে
বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ইসরাইল ও হামাসের পাল্টাপাল্টি হামলায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ২৪ ঘণ্টা না যেতেই এর নেতিবাচক প্রভাব পড়ে তেলের বাজারে।
ইসরাইল ও ফিলিস্তিন তেল উত্তোলন ও পরিবহনে জড়িত না থাকলেও সহিংসতার প্রভাব ওপেক জোটভুক্ত মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সোমবার এশিয়ার বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের সরবরাহ করা তেলের দাম ব্যারেল প্রতি চার শতাংশ বা ৮৬ মার্কিন ডলার বেড়েছে।
ব্রেন্টের অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় পাঁচ শতাংশ বা আটাশি দশমিক সাত ছয় ডলার। গত সপ্তাহজুড়েই কমতি দিকে তেলের মজুদ, যা গত মার্চের পর সর্বনিম্ম। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যাংকিং গ্রুপ জানিয়েছে, ইসরাইল-হামাস সহিংসতায় মধ্যপ্রাচ্যে রাজনৈতিক সংকট সৃষ্টির আশঙ্কা তেলের দাম বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে।
যদিও, ইসরাইলের সাথে সমঝোতার আলোকে আগামী বছর তেলের উত্তোলন ও সরবরাহ বাড়ানো হবে বলে ওয়াশিংটনকে আশ্বস্ত করেছে সৌদি আরব।