ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশনের ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • / ৪৩১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব বন্দির মুক্তির দাবিতে তিন ঘণ্টা অনশনের ঘোষণা দিয়েছে দলটি। আগামী ১৪ অক্টোবর (শনিবার) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনশনে বসবে নেতাকর্মীরা। এদিন বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে এই অনশন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার (৯ অক্টোবর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন। খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপি।

সমাবেশে অনশন কর্মসূচির ঘোষণা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি হচ্ছে ফিনিক্স পাখি। ধ্বংসস্তূপ থেকে জেগে উঠেছে। নির্যাতন করে লাভ হবে না। যতই নির্যাতন হবে বিএনপি দিগুণ শক্তি নিয়ে জেগে ওঠেছে। মনে করেছিল খালেদা জিয়াকে কারাগারে নিলে বিএনপি শেষ হয়ে যাবে। কিন্তু, বিএনপি এখন আরও বেশি ঐক্যবদ্ধ। বিএনপি এখন জেগে উঠেছে। এই সরকারকে সরানোর জন্য মরণপণ আন্দোলন শুরু করেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল নেই। কিছু সংখ্যক আমলা, কিছু সংখ্যক পুলিশ যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারাই দলটির প্রতিনিধিত্ব করছে।’

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘তার (খালেদা জিয়া) পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তারপরও খালেদা জিয়া চিকিৎসার সুযোগ দিচ্ছে না তারা (আওয়ামী লীগ)। তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। যদি কোনো খারাপ সংবাদ আসে, এদেশের মানুষ তাদের ক্ষমা করবে না।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহম্মেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জয়নাল আবেদীন ফারুক প্রমুখ।

সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশনের ঘোষণা বিএনপির

আপডেট সময় : ০২:৪৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব বন্দির মুক্তির দাবিতে তিন ঘণ্টা অনশনের ঘোষণা দিয়েছে দলটি। আগামী ১৪ অক্টোবর (শনিবার) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনশনে বসবে নেতাকর্মীরা। এদিন বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে এই অনশন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার (৯ অক্টোবর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন। খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপি।

সমাবেশে অনশন কর্মসূচির ঘোষণা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি হচ্ছে ফিনিক্স পাখি। ধ্বংসস্তূপ থেকে জেগে উঠেছে। নির্যাতন করে লাভ হবে না। যতই নির্যাতন হবে বিএনপি দিগুণ শক্তি নিয়ে জেগে ওঠেছে। মনে করেছিল খালেদা জিয়াকে কারাগারে নিলে বিএনপি শেষ হয়ে যাবে। কিন্তু, বিএনপি এখন আরও বেশি ঐক্যবদ্ধ। বিএনপি এখন জেগে উঠেছে। এই সরকারকে সরানোর জন্য মরণপণ আন্দোলন শুরু করেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল নেই। কিছু সংখ্যক আমলা, কিছু সংখ্যক পুলিশ যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারাই দলটির প্রতিনিধিত্ব করছে।’

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘তার (খালেদা জিয়া) পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তারপরও খালেদা জিয়া চিকিৎসার সুযোগ দিচ্ছে না তারা (আওয়ামী লীগ)। তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। যদি কোনো খারাপ সংবাদ আসে, এদেশের মানুষ তাদের ক্ষমা করবে না।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহম্মেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জয়নাল আবেদীন ফারুক প্রমুখ।

সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।