১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানে হামলার হুমকি হিজবুল্লাহর

ইসরায়েলি বাহিনীর সঙ্গে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের সংঘাতে সামরিক হস্তক্ষেপ করলে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানগুলোতে হামলার হুমকি দিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তেলআবিবের সমর্থনে যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণার পরপরই এই হুঁশিয়ারি দিয়েছে ইরানের মদদপুষ্ট এই সংগঠনটি।

যুক্তরাষ্ট্রকে সতর্ক করে হিজবুল্লাহর মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, ফিলিস্তিন ইউক্রেনের মতো নয়। যুক্তরাষ্ট্র যদি (ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে) সামরিক হস্তক্ষেপ করে, তাহলে এ অঞ্চলের সব মার্কিন অবস্থানগুলো প্রতিরোধ বাহিনীর লক্ষ্যে পরিণত হবে এবং আমাদের আক্রমণের মুখোমুখি হবে। এবং সেই দিন কোনো লাল রেখার (রেড লাইন) বালাই থাকবে না। খবর টাইমস অব ইসরায়েল।

ফিলিস্তিনির শাসকগোষ্ঠী হামাসের হামলা শুরুর একদিন পর রোববার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহও। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, লেবানন থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছিল। এর জেরে পাল্টা গোলা নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী।

সর্বাত্মকভাবে গাজা উপত্যকা অবরোধে ইসরায়েলি ঘোষণার মধ্যেই এবার গাজাবাসীদের জন্যে মানবিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে অস্ট্রিয়া ও জার্মানি। সোমবার (৯ অক্টোবর) অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেক্সজেন্ডার শেলেনবার্গ জানিয়েছেন, দুই কোটি ডলারের সহায়তা সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। ইসরায়েলের মূলভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার জেরে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। এদিকে, জার্মানি রোববার থেকে সহায়তা বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সোমবার দেশটির উন্নয়নবিষয়ক মন্ত্রী সভেঞ্জা সালজে জানিয়েছেন, এই মুহূর্ত থেকে সহায়তার অর্থ ছাড় দেয়া হবে না। আমি সহায়তার অর্থ বন্ধের কথা বলছি না । আমরা গাজার পরিস্থিতি সবসময় পর্যবেক্ষণ করছি। প্রয়োজনে আমরা আরও কঠোর ব্যবস্থা নেব গাজায় অবস্থানরত জঙ্গিগোষ্ঠীদের বিরুদ্ধে।

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার একদিন পর সোমবার (৯ অক্টোবর) গাজা উপত্যকায় সর্বাত্মক অবরোধ ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ট আজ সোমবার এই ঘোষণা দেন।তেলআবিবের প্রতিরক্ষা বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করছেন প্রতিরক্ষামন্ত্রী। এর মধ্যে তিনি বলেছেন, ‘আমি গাজা উপত্যকা সম্পূর্ণরূপে অবরোধের নির্দেশ দিয়েছি। বিদ্যুৎ, খাবার, গ্যাস–সেখানে সব কিছুর সরবরাহ বন্ধ থাকবে। আমরা ভয়ঙ্কর পশুদের সঙ্গে লড়াই করছি এবং আমাদের সেভাবেই পদক্ষেপ নিতে হবে।’

অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ অনুমোদন

মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানে হামলার হুমকি হিজবুল্লাহর

আপডেট : ০২:৫২:১০ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

ইসরায়েলি বাহিনীর সঙ্গে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের সংঘাতে সামরিক হস্তক্ষেপ করলে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানগুলোতে হামলার হুমকি দিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তেলআবিবের সমর্থনে যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণার পরপরই এই হুঁশিয়ারি দিয়েছে ইরানের মদদপুষ্ট এই সংগঠনটি।

যুক্তরাষ্ট্রকে সতর্ক করে হিজবুল্লাহর মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, ফিলিস্তিন ইউক্রেনের মতো নয়। যুক্তরাষ্ট্র যদি (ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে) সামরিক হস্তক্ষেপ করে, তাহলে এ অঞ্চলের সব মার্কিন অবস্থানগুলো প্রতিরোধ বাহিনীর লক্ষ্যে পরিণত হবে এবং আমাদের আক্রমণের মুখোমুখি হবে। এবং সেই দিন কোনো লাল রেখার (রেড লাইন) বালাই থাকবে না। খবর টাইমস অব ইসরায়েল।

ফিলিস্তিনির শাসকগোষ্ঠী হামাসের হামলা শুরুর একদিন পর রোববার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহও। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, লেবানন থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছিল। এর জেরে পাল্টা গোলা নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী।

সর্বাত্মকভাবে গাজা উপত্যকা অবরোধে ইসরায়েলি ঘোষণার মধ্যেই এবার গাজাবাসীদের জন্যে মানবিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে অস্ট্রিয়া ও জার্মানি। সোমবার (৯ অক্টোবর) অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেক্সজেন্ডার শেলেনবার্গ জানিয়েছেন, দুই কোটি ডলারের সহায়তা সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। ইসরায়েলের মূলভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার জেরে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। এদিকে, জার্মানি রোববার থেকে সহায়তা বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সোমবার দেশটির উন্নয়নবিষয়ক মন্ত্রী সভেঞ্জা সালজে জানিয়েছেন, এই মুহূর্ত থেকে সহায়তার অর্থ ছাড় দেয়া হবে না। আমি সহায়তার অর্থ বন্ধের কথা বলছি না । আমরা গাজার পরিস্থিতি সবসময় পর্যবেক্ষণ করছি। প্রয়োজনে আমরা আরও কঠোর ব্যবস্থা নেব গাজায় অবস্থানরত জঙ্গিগোষ্ঠীদের বিরুদ্ধে।

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার একদিন পর সোমবার (৯ অক্টোবর) গাজা উপত্যকায় সর্বাত্মক অবরোধ ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ট আজ সোমবার এই ঘোষণা দেন।তেলআবিবের প্রতিরক্ষা বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করছেন প্রতিরক্ষামন্ত্রী। এর মধ্যে তিনি বলেছেন, ‘আমি গাজা উপত্যকা সম্পূর্ণরূপে অবরোধের নির্দেশ দিয়েছি। বিদ্যুৎ, খাবার, গ্যাস–সেখানে সব কিছুর সরবরাহ বন্ধ থাকবে। আমরা ভয়ঙ্কর পশুদের সঙ্গে লড়াই করছি এবং আমাদের সেভাবেই পদক্ষেপ নিতে হবে।’