ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আমরা এখন যুদ্ধ শুরু করতে চাই না: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • / ৩৩৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুদ্ধ করবেন না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, আমরা এখন যুদ্ধ শুরু করতে চাই না, এখানেই শেষ করতে চাই। মঙ্গলবার (১০ অক্টোবর) টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।

এদিকে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসকে মোকাবিলায় ৩ লাখ রিজার্ভ সৈন্য প্রস্তুত রেখেছেন বেনিয়ামিন নেতানিয়াহু।টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৩ সালে ইয়ম কাপ্পুর যুদ্ধের পর ৪ লাখ রিজার্ভ সৈন্য প্রস্তুত করে ইসরায়েল। আর হামাসের হামলার পর এই প্রথম এত সৈন্য প্রস্তুতের কথা জানাল তেল আবিব।

জাতির উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, ইসরায়েল যুদ্ধের মধ্যে আছে, তাই আমরা আর যুদ্ধ শুরু করতে চাই না। আমাদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। ইসরায়েল যুদ্ধ শুরু না করলেও এটি ভালোভাবে শেষ করবে।

শনিবার সকালে হামাসের অতর্কিত হামলায় সাত শতাধিত ইসরায়েলি নিহত হয়েছে এবং আহত হয়েছে ২৩০০ জন।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসকে ব্যঙ্গ করে বলেন, এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে এবং যা তারা দীর্ঘদিন মনে রাখবে।

তিনি আরও বলেন, হামাস আমাদের ওপর হামলা চালিয়ে ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিল। এর জন্য আমরা তাদের এমন অবস্থা করব যেন ইসরায়েলের শত্রুরা তা মনে রাখে।

নেতানিয়াহু বলেন, তারা আমাদের ভূখণ্ডে প্রবেশ করে হত্যাযজ্ঞ চালিয়েছে। উৎসব অনুষ্ঠানে হামলা চালিয়েছে। নারী ও শিশুদের অপহরণ করেছে। হামাস জঙ্গি সংগঠন আইএস’র মতো কাজ করেছে। তাই তিনি হামাসকে আইএস’র সঙ্গে তুলনা করেছেন। সূত্র: এনডিটিভি

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমরা এখন যুদ্ধ শুরু করতে চাই না: নেতানিয়াহু

আপডেট সময় : ০৭:১৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

যুদ্ধ করবেন না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, আমরা এখন যুদ্ধ শুরু করতে চাই না, এখানেই শেষ করতে চাই। মঙ্গলবার (১০ অক্টোবর) টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।

এদিকে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসকে মোকাবিলায় ৩ লাখ রিজার্ভ সৈন্য প্রস্তুত রেখেছেন বেনিয়ামিন নেতানিয়াহু।টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৩ সালে ইয়ম কাপ্পুর যুদ্ধের পর ৪ লাখ রিজার্ভ সৈন্য প্রস্তুত করে ইসরায়েল। আর হামাসের হামলার পর এই প্রথম এত সৈন্য প্রস্তুতের কথা জানাল তেল আবিব।

জাতির উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, ইসরায়েল যুদ্ধের মধ্যে আছে, তাই আমরা আর যুদ্ধ শুরু করতে চাই না। আমাদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। ইসরায়েল যুদ্ধ শুরু না করলেও এটি ভালোভাবে শেষ করবে।

শনিবার সকালে হামাসের অতর্কিত হামলায় সাত শতাধিত ইসরায়েলি নিহত হয়েছে এবং আহত হয়েছে ২৩০০ জন।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসকে ব্যঙ্গ করে বলেন, এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে এবং যা তারা দীর্ঘদিন মনে রাখবে।

তিনি আরও বলেন, হামাস আমাদের ওপর হামলা চালিয়ে ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিল। এর জন্য আমরা তাদের এমন অবস্থা করব যেন ইসরায়েলের শত্রুরা তা মনে রাখে।

নেতানিয়াহু বলেন, তারা আমাদের ভূখণ্ডে প্রবেশ করে হত্যাযজ্ঞ চালিয়েছে। উৎসব অনুষ্ঠানে হামলা চালিয়েছে। নারী ও শিশুদের অপহরণ করেছে। হামাস জঙ্গি সংগঠন আইএস’র মতো কাজ করেছে। তাই তিনি হামাসকে আইএস’র সঙ্গে তুলনা করেছেন। সূত্র: এনডিটিভি