ইসরাইলি জিম্মিদের হত্যার হুমকি হামাসের

- আপডেট সময় : ০৬:৩৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / ৩৪০ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজায় বোমা হামলা চালিয়ে নিরীহ বেসামরিক মানুষ হত্যা বন্ধ না করলে জিম্মি ইসরাইলিদের মেরে ফেলার হুমকি দিয়েছে হামাসের সামরিক শাখা আল-কাশেম ব্রিগেডস। ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠনটির সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দা এই হুমকি দিয়েছেন।
আবু ওবায়দা বলেছেন, ‘কোনো ধরনের সতর্কতা ছাড়াই নিরাপরাধ মানুষকে (ফিলিস্তিনি) টার্গেট করা হলে এর পরিণতি খারাপ হবে। তখন আমাদের জিম্মায় থাকা ইসরাইলি নাগরিকদের হত্যা করা হবে এবং সেই দৃশ্য সম্প্রচার করতে বাধ্য করা হবে।’
আবু ওবায়দা আরও বলেছেন, ‘এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের খারাপ লাগছে। কিন্তু এ জন্য ইসরাইল ও তাদের নেতৃত্বই দায়ী।’
গত শনিবার সকালে ইসরাইলে কয়েক হাজার রকেট ছোড়ে হামাস। পাশাপাশি ইসরাইলের সীমান্তে ঢুকে হামলা চালায় তারা। এতে এখন পর্যন্ত ৯০০ ইসরাইলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে বেশ কিছু বিদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।