ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসি কীভাবে কাজ করবে, জানতে চায় মার্কিন পর্যবেক্ষক দল: সিইসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় সরকারের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) কীভাবে কাজ করবে তা বিস্তারিত জানতে চেয়েছে আমেরিকার প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন ভবনে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে। প্রায় ১ ঘণ্টা ধরে চলে বৈঠকটি।

বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনে ইসি ও সরকারের ভূমিকা সম্পর্কে জানতে চেয়েছে মার্কিন প্রাক–নির্বাচন পর্যবেক্ষক দল। ভোটের সময় সরকারের সঙ্গে ইসি কীভাবে কাজ করবে সেসবও জানতে চেয়েছে পর্যবেক্ষক দল।’

সিইসি বলেন, ‘বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় মার্কিন প্রাক–নির্বাচন পর্যবেক্ষক দল।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘প্রাক–নির্বাচন পর্যবেক্ষক দল নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। বৈঠকে নির্বাচন পর্যবেক্ষণের বিভিন্ন আইন ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।’

এর আগে, গত শনিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় আসেন আমেরিকার প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের ৬ সদস্য ও তাদের সহকারীরা।

আমেরিকার অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)-এর প্রতিনিধি দলে রয়েছেন- কালর্ফ ইন্ডারফার্থ, বনি গ্লিক, মারিয়া চিন আব্দুল্লাহ, মনপ্রীত সিং আনন্দ, জোহানা কাও, জামিল জাফর নাজিম, জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট, ডেভিড লে হোগস্ট্রা ও মারি মাইত্রি।

৮ থেকে শুরু হওয়া সফরে আগামী ১২ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, নির্বাচন কর্তৃপক্ষ, সুশীল সমাজসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে বৈঠক করবে দলটি। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে আমেরিকাসহ বিভিন্ন দেশ ও সংস্থা ভোট পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইসি কীভাবে কাজ করবে, জানতে চায় মার্কিন পর্যবেক্ষক দল: সিইসি

আপডেট সময় : ০৭:৪৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় সরকারের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) কীভাবে কাজ করবে তা বিস্তারিত জানতে চেয়েছে আমেরিকার প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন ভবনে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে। প্রায় ১ ঘণ্টা ধরে চলে বৈঠকটি।

বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনে ইসি ও সরকারের ভূমিকা সম্পর্কে জানতে চেয়েছে মার্কিন প্রাক–নির্বাচন পর্যবেক্ষক দল। ভোটের সময় সরকারের সঙ্গে ইসি কীভাবে কাজ করবে সেসবও জানতে চেয়েছে পর্যবেক্ষক দল।’

সিইসি বলেন, ‘বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় মার্কিন প্রাক–নির্বাচন পর্যবেক্ষক দল।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘প্রাক–নির্বাচন পর্যবেক্ষক দল নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। বৈঠকে নির্বাচন পর্যবেক্ষণের বিভিন্ন আইন ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।’

এর আগে, গত শনিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় আসেন আমেরিকার প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের ৬ সদস্য ও তাদের সহকারীরা।

আমেরিকার অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)-এর প্রতিনিধি দলে রয়েছেন- কালর্ফ ইন্ডারফার্থ, বনি গ্লিক, মারিয়া চিন আব্দুল্লাহ, মনপ্রীত সিং আনন্দ, জোহানা কাও, জামিল জাফর নাজিম, জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট, ডেভিড লে হোগস্ট্রা ও মারি মাইত্রি।

৮ থেকে শুরু হওয়া সফরে আগামী ১২ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, নির্বাচন কর্তৃপক্ষ, সুশীল সমাজসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে বৈঠক করবে দলটি। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে আমেরিকাসহ বিভিন্ন দেশ ও সংস্থা ভোট পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে।