বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় সরকারের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) কীভাবে কাজ করবে তা বিস্তারিত জানতে চেয়েছে আমেরিকার প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন ভবনে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে। প্রায় ১ ঘণ্টা ধরে চলে বৈঠকটি।
বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনে ইসি ও সরকারের ভূমিকা সম্পর্কে জানতে চেয়েছে মার্কিন প্রাক–নির্বাচন পর্যবেক্ষক দল। ভোটের সময় সরকারের সঙ্গে ইসি কীভাবে কাজ করবে সেসবও জানতে চেয়েছে পর্যবেক্ষক দল।’
সিইসি বলেন, ‘বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় মার্কিন প্রাক–নির্বাচন পর্যবেক্ষক দল।’
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘প্রাক–নির্বাচন পর্যবেক্ষক দল নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। বৈঠকে নির্বাচন পর্যবেক্ষণের বিভিন্ন আইন ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।’
এর আগে, গত শনিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় আসেন আমেরিকার প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের ৬ সদস্য ও তাদের সহকারীরা।
আমেরিকার অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)-এর প্রতিনিধি দলে রয়েছেন- কালর্ফ ইন্ডারফার্থ, বনি গ্লিক, মারিয়া চিন আব্দুল্লাহ, মনপ্রীত সিং আনন্দ, জোহানা কাও, জামিল জাফর নাজিম, জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট, ডেভিড লে হোগস্ট্রা ও মারি মাইত্রি।
৮ থেকে শুরু হওয়া সফরে আগামী ১২ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, নির্বাচন কর্তৃপক্ষ, সুশীল সমাজসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে বৈঠক করবে দলটি। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে আমেরিকাসহ বিভিন্ন দেশ ও সংস্থা ভোট পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে।