করতোয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

- আপডেট সময় : ০৭:৩০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / ৩৫৯ বার পড়া হয়েছে

বগুড়ার করতোয়া নদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রাণবন্ত এই আয়োজন দেখতে নদীর তীরে ভীড় করেন হাজারো মানুষ। প্রতিযোগিতাকে ঘিরে বসে গ্রামীণ মেলাও। মানুষকে আনন্দ দিতে প্রতিবছর নৌকাবাইচ প্রতিযোগিতা করার প্রতিশ্র“তি দিলেন আয়োজকরা।
করতোয়া নদীর দুই পাড়ে মানুষের এই উচ্ছ্বাস নৌকাবাইচ প্রতিযোগিতাকে ঘিরে। সোমবার বগুড়া জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী এ আয়োজন। নৌকাবাইচ দেখতে মানুষের ঢল নেমেছিল করতোয়ার দু’পাড়ে। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর মাঝি মাল্লাদের নাচ গানে রোমাঞ্চের ঢেউ তোলে বাইচ দেখতে আসা দর্শকদের মনে। প্রতিযোগিতাকে ঘিরে করতোয়ার পাড়ে বসেছিল গ্রামীণ মেলাও।
নৌকা বাইচ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন নানা বয়সী মানুষ। সবার দাবি, প্রতি বছর এমন আয়োজন করা হোক।
ঐতিহ্যকে ধরে রাখতে এবং স্থানীয়দের বিনোদনের জন্য প্রতিবছর বাইচের আয়োজন করার কথা জানালেন আয়োজকরা।
প্রতিযোগিতায় অংশ নেয় আটটি নৌকা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আয়োজকরা।