Dhaka ০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

পতন থেকে ঘুরে দাঁড়িয়েছে রুশ মুদ্রা রুবল

পতন থেকে ফের ঘুরে দাঁড়িয়েছে রাশিয়ার মুদ্রা রুবল। গত ১৮ মাসের মধ্যে দেশটির মুদ্রার মান ডলারের বিপরীতে ব্যাপক হারে নিম্ন পর্যায়ে নামে। তবে সোমবার (৯ অক্টোবর) ফের ঘুরে দাঁড়ায় রুশ মুদ্রার মান। রাশিয়ায় বিদেশি মুদ্রার এখনো সংকট থাকলেও দেশটির তেলের চড়া দামের জন্য মান বেড়েছে রুশ মুদ্রার।

সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার ডলারের বিপরীতে রুশ মুদ্রা রুবলের মান বেড়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। প্রতি ডলারের বিনিময়ে এখন পাওয়া যাচ্ছে ৯৯ দশমিক ৭৫ রুবল। তবে কিছুদিন আগেই ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছিল ১০২ দশমিক ৩৪ শতাংশ। যা গত বছরের ২৩ মার্চের পর সর্বনিম্ন অবস্থান।

রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর রুশ মুদ্রা রুবলের সর্বাধিক মান কমে যায়। হামলার কয়েক সপ্তাহ পরই ডলারের বিপরীতে রুবলের দর ১২১ দশমিক ৫৫-তে নেমেছিল। শুধু ডলারের বিপরীতেই দর বাড়েনি রুশ মুদ্রার। ইউরোর বিপরীতে রুবলের দর শূন্য দশমিক ৫ শতাংশ এবং ইউয়ানের বিপরীতে শূন্য দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত আগস্টে ডলারের বিপরীতে যখন রুবলের মান তিন অঙ্কের ঘরে পৌঁছায়, তখন রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক জরুরি ভিত্তিতে সুদহার ৩৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে। যদিও মুদ্রার দরপতন রোধে ফের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এ জন্য কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। তবে সেপ্টেম্বরে সুদহার ১৩ শতাংশে উন্নীত করা হয়।

বিশ্লেষকরা ধারণা করছেন, আগামী ২৭ অক্টোবর রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক তাদের নীতি সুদহার ফের বৃদ্ধি করতে পারে। আর ডলারের বিপরীতে রুবলের মান যদি ধারাবাহিকভাবে কম থাকে তাহলে রাশিয়ার দীর্ঘ মেয়াদি প্রবৃদ্ধির সম্ভাবনা ধ্বংস হবে।

এদিকে ইসরায়েলে ফিলিস্তিনের হামাস সংগঠনের হামলার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ কারণে রাশিয়ার অর্থ মন্ত্রণালয় আশা করছে, সেপ্টেম্বরে তাদের জ্বালানি বাবদ রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় রাশিয়ার স্টক সূচকও বেশ ঊর্ধ্বমুখী। ডলারভিত্তিক আরটিএস সূচক ১ দশমিক ৪ পয়েন্ট বেড়েছে এবং রুবলভিত্তিক এমওইএক্স রুশ সূচক শূন্য দশমিক ৯ শতাংশ বাড়তি। যা এর আগে এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।

পতন থেকে ঘুরে দাঁড়িয়েছে রুশ মুদ্রা রুবল

আপডেট : ১১:২৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

পতন থেকে ফের ঘুরে দাঁড়িয়েছে রাশিয়ার মুদ্রা রুবল। গত ১৮ মাসের মধ্যে দেশটির মুদ্রার মান ডলারের বিপরীতে ব্যাপক হারে নিম্ন পর্যায়ে নামে। তবে সোমবার (৯ অক্টোবর) ফের ঘুরে দাঁড়ায় রুশ মুদ্রার মান। রাশিয়ায় বিদেশি মুদ্রার এখনো সংকট থাকলেও দেশটির তেলের চড়া দামের জন্য মান বেড়েছে রুশ মুদ্রার।

সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার ডলারের বিপরীতে রুশ মুদ্রা রুবলের মান বেড়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। প্রতি ডলারের বিনিময়ে এখন পাওয়া যাচ্ছে ৯৯ দশমিক ৭৫ রুবল। তবে কিছুদিন আগেই ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছিল ১০২ দশমিক ৩৪ শতাংশ। যা গত বছরের ২৩ মার্চের পর সর্বনিম্ন অবস্থান।

রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর রুশ মুদ্রা রুবলের সর্বাধিক মান কমে যায়। হামলার কয়েক সপ্তাহ পরই ডলারের বিপরীতে রুবলের দর ১২১ দশমিক ৫৫-তে নেমেছিল। শুধু ডলারের বিপরীতেই দর বাড়েনি রুশ মুদ্রার। ইউরোর বিপরীতে রুবলের দর শূন্য দশমিক ৫ শতাংশ এবং ইউয়ানের বিপরীতে শূন্য দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত আগস্টে ডলারের বিপরীতে যখন রুবলের মান তিন অঙ্কের ঘরে পৌঁছায়, তখন রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক জরুরি ভিত্তিতে সুদহার ৩৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে। যদিও মুদ্রার দরপতন রোধে ফের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এ জন্য কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। তবে সেপ্টেম্বরে সুদহার ১৩ শতাংশে উন্নীত করা হয়।

বিশ্লেষকরা ধারণা করছেন, আগামী ২৭ অক্টোবর রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক তাদের নীতি সুদহার ফের বৃদ্ধি করতে পারে। আর ডলারের বিপরীতে রুবলের মান যদি ধারাবাহিকভাবে কম থাকে তাহলে রাশিয়ার দীর্ঘ মেয়াদি প্রবৃদ্ধির সম্ভাবনা ধ্বংস হবে।

এদিকে ইসরায়েলে ফিলিস্তিনের হামাস সংগঠনের হামলার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ কারণে রাশিয়ার অর্থ মন্ত্রণালয় আশা করছে, সেপ্টেম্বরে তাদের জ্বালানি বাবদ রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় রাশিয়ার স্টক সূচকও বেশ ঊর্ধ্বমুখী। ডলারভিত্তিক আরটিএস সূচক ১ দশমিক ৪ পয়েন্ট বেড়েছে এবং রুবলভিত্তিক এমওইএক্স রুশ সূচক শূন্য দশমিক ৯ শতাংশ বাড়তি। যা এর আগে এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।