ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফিলিস্তিনিদের সমর্থনে ইবি শিক্ষার্থীদের সংহতি সমাবেশ ও র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • / ৩৫১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরাইলি অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে ও ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রাম ‘অপারেশন তুফান আল-আকসা’র প্রতি সমর্থন জানিয়ে সংহতি সমাবেশ ও র‍্যালি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। পরে সেখান থেকে র‍্যালি বের করেন শিক্ষার্থীরা।

জানা যায়, গত শনিবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ‘হামাস’ ইসরাইলে ত্রিমাত্রিক হামলা চালায়। পরে পাল্টা হামলা চালায় ইসরাইলি বাহিনী। বর্তমানে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই যুদ্ধে ইসরাইলের দখলদারিত্ব ও ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন জানিয়ে সংহতি সমাবেশের আয়োজন করে ইবির শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ১৯৪৮ সাল থেকে দীর্ঘ ৭৫ বছর ধরে ইসরাইলি অবৈধ দখলদার বাহিনী ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতন চালিয়ে আসছে। তারা হত্যাযজ্ঞের মাধ্যমে বৈধ নাগরিকদের উৎখাত করে ফিলিস্তিনের বুকে কায়েম করেছে অবৈধ ইসরাইল রাষ্ট্র। ইসরাইলিদের দীর্ঘদিনের দমন-পীড়নের বিরুদ্ধে যখন ফিলিস্তিনিদের শান্তি মিশন ‘তুফান আল-আকসা’ ঘোষণা করা হয়েছে তখন পশ্চিমাদের দরদ উথলে পড়ছে। কিন্তু যখন ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি শিশুদের বুকে গুলি করে রক্তে রঞ্জিত করেছিল, মায়ের সামনে সন্তানকে হত্যা করেছিল, ভাইয়ের সামনে বোনকে নির্যাতন করেছিলো তখন পশ্চিমাদের দরদ কোথায় ছিল।

এ সময় তারা আরও বলেন, আজকে পৃথিবীবাসী দেখতে চায় কারা শান্তির পক্ষে আছে, আর কারা সন্ত্রাসের পক্ষে আছে। যদি আমেরিকা সহ পুরো পৃথিবী শান্তির পক্ষে আসতে চায় তাহলে অবশ্যই ইসরাইল কে দখলদার অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে।

এদিকে সমাবেশ শেষে অনুষদ ভবনের সামনে থেকে র‍্যালি বের করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফিলিস্তিনিদের সমর্থনে ইবি শিক্ষার্থীদের সংহতি সমাবেশ ও র‍্যালি

আপডেট সময় : ১১:২২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

ইসরাইলি অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে ও ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রাম ‘অপারেশন তুফান আল-আকসা’র প্রতি সমর্থন জানিয়ে সংহতি সমাবেশ ও র‍্যালি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। পরে সেখান থেকে র‍্যালি বের করেন শিক্ষার্থীরা।

জানা যায়, গত শনিবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ‘হামাস’ ইসরাইলে ত্রিমাত্রিক হামলা চালায়। পরে পাল্টা হামলা চালায় ইসরাইলি বাহিনী। বর্তমানে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই যুদ্ধে ইসরাইলের দখলদারিত্ব ও ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন জানিয়ে সংহতি সমাবেশের আয়োজন করে ইবির শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ১৯৪৮ সাল থেকে দীর্ঘ ৭৫ বছর ধরে ইসরাইলি অবৈধ দখলদার বাহিনী ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতন চালিয়ে আসছে। তারা হত্যাযজ্ঞের মাধ্যমে বৈধ নাগরিকদের উৎখাত করে ফিলিস্তিনের বুকে কায়েম করেছে অবৈধ ইসরাইল রাষ্ট্র। ইসরাইলিদের দীর্ঘদিনের দমন-পীড়নের বিরুদ্ধে যখন ফিলিস্তিনিদের শান্তি মিশন ‘তুফান আল-আকসা’ ঘোষণা করা হয়েছে তখন পশ্চিমাদের দরদ উথলে পড়ছে। কিন্তু যখন ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি শিশুদের বুকে গুলি করে রক্তে রঞ্জিত করেছিল, মায়ের সামনে সন্তানকে হত্যা করেছিল, ভাইয়ের সামনে বোনকে নির্যাতন করেছিলো তখন পশ্চিমাদের দরদ কোথায় ছিল।

এ সময় তারা আরও বলেন, আজকে পৃথিবীবাসী দেখতে চায় কারা শান্তির পক্ষে আছে, আর কারা সন্ত্রাসের পক্ষে আছে। যদি আমেরিকা সহ পুরো পৃথিবী শান্তির পক্ষে আসতে চায় তাহলে অবশ্যই ইসরাইল কে দখলদার অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে।

এদিকে সমাবেশ শেষে অনুষদ ভবনের সামনে থেকে র‍্যালি বের করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।