ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফিলিস্তিনে শান্তিরক্ষী পাঠাতে চান পুতিনের মিত্র কাদিরভ

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • / ৩৪১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের ইসলামপন্থী দল হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছেন রাশিয়ার চেচেন অঞ্চলের নেতা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভ। সেই সঙ্গে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় চেচেন শান্তিরক্ষীদের পাঠানোর প্রস্তাব দিয়েছেন তিনি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএননের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে কাদিরভ বলেন, ‘আমরা ফিলিস্তিনকে সমর্থন করি। আমরা এই যুদ্ধের বিরুদ্ধে। মুসলিম এবং আরব দেশগুলোর উচিত তাদের মুসলিম ভাইদের সুরক্ষায় একটি যৌথ বিবৃতি দেওয়া।

এদিকে কাদিরভের এমন প্রস্তাবের পর ক্রেমলিন বলছে, তারা সংঘর্ষ থামাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।

এ নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ফিলিস্তিনিদের সাথে আমাদের দীর্ঘস্থায়ী ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, আমরা উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছি। আমাদের ইসরায়েল রাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক রয়েছে, তাদের সঙ্গেও আমাদের অনেক মিল রয়েছে।

রমজান কাদিরভের নেতৃত্বে চেচেন বাহিনী ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ করছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর তাঁর নাম ব্যাপকভাবে আলোচিত হয়ে আসছে।

হামাসের হামলায় গত তিন দিনে অন্তত ৯০০ ইসরায়েলি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় মারা গেছে কমপক্ষে ৭০৪ ফিলিস্তিনি। জাতিসংঘ বলছে, বাস্তুচ্যুত হয়েছে গাজার লক্ষাধিক বাসিন্দা।

গাজায় প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি বাস করে। ২০০৭ সাল থেকেই গাজার আকাশ, স্থল ও সমুদ্র অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। তাই, মূলত আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল সেখানকার বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফিলিস্তিনে শান্তিরক্ষী পাঠাতে চান পুতিনের মিত্র কাদিরভ

আপডেট সময় : ০৫:৩৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনের ইসলামপন্থী দল হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছেন রাশিয়ার চেচেন অঞ্চলের নেতা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভ। সেই সঙ্গে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় চেচেন শান্তিরক্ষীদের পাঠানোর প্রস্তাব দিয়েছেন তিনি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএননের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে কাদিরভ বলেন, ‘আমরা ফিলিস্তিনকে সমর্থন করি। আমরা এই যুদ্ধের বিরুদ্ধে। মুসলিম এবং আরব দেশগুলোর উচিত তাদের মুসলিম ভাইদের সুরক্ষায় একটি যৌথ বিবৃতি দেওয়া।

এদিকে কাদিরভের এমন প্রস্তাবের পর ক্রেমলিন বলছে, তারা সংঘর্ষ থামাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।

এ নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ফিলিস্তিনিদের সাথে আমাদের দীর্ঘস্থায়ী ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, আমরা উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছি। আমাদের ইসরায়েল রাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক রয়েছে, তাদের সঙ্গেও আমাদের অনেক মিল রয়েছে।

রমজান কাদিরভের নেতৃত্বে চেচেন বাহিনী ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ করছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর তাঁর নাম ব্যাপকভাবে আলোচিত হয়ে আসছে।

হামাসের হামলায় গত তিন দিনে অন্তত ৯০০ ইসরায়েলি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় মারা গেছে কমপক্ষে ৭০৪ ফিলিস্তিনি। জাতিসংঘ বলছে, বাস্তুচ্যুত হয়েছে গাজার লক্ষাধিক বাসিন্দা।

গাজায় প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি বাস করে। ২০০৭ সাল থেকেই গাজার আকাশ, স্থল ও সমুদ্র অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। তাই, মূলত আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল সেখানকার বাসিন্দারা।