বেগম জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে প্রশ্ন তুলেছেন তথ্যমন্ত্রী

- আপডেট সময় : ১১:১৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / ৩৪০ বার পড়া হয়েছে

‘দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে কিভাবে বিদেশে নেয়া যাবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তাদের দলীয় মেডিক্যাল বোর্ড, বিএনপির মতোই বক্তব্য দিচ্ছে। তাঁর শারীরিক অবস্থা যদি বাসায় যাওয়ার মতো না থাকে তাহলে কিভাবে তাকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদেশে নেয়া যাবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বেগম জিয়ার চিকিৎসার ব্যাপারে বিএনপি চাইলে সরকার সহায়তা দেবে বলেও জানান তথ্যমন্ত্রী।
দেশের মানুষ চাল ডান কিনতে পারে না, এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি সিলেটে সমাবেশ করার সময় ১০/১২ হাজার লোক মোরগ পোলাও খেয়েছে। এত লোক মোরগ পোলাও খেয়ে যদি বলে দেশের মানুষ কিনতে পারে না সেটা অযৌক্তিক।
এসময় চালু হওয়া নতুন ট্রেনে বিএনপি নেতাদের পদ্মার ওপারে যাওয়ার আহ্বান জানান হাছান মাহমুদ।