ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হামাসের ১৫০০ যোদ্ধা নিহতের দাবি ইসরায়েলের

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • / ৩৪০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্ত এলাকা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। মঙ্গলবার তারা জানায়, সোমবার রাত থেকে সীমান্ত দিয়ে কোনো হামাস যোদ্ধা প্রবেশ করতে পারেননি। ইসরায়েলের অভ্যন্তরে ১ হাজার ৫০০ হামাস যোদ্ধার মরদেহ পাওয়া গেছে।

বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র রিচার্ড হেক্ট বলেন, সোমবার থেকে সীমান্ত দিয়ে কোনো হামাস যোদ্ধা প্রবেশ করতে না পারলেও অন্য উপায়ে প্রবেশ করে থাকতে পারে।

এদিকে, ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের রকেট হামলার জবাবে গাজায় একের পর এক বোমা ফেলেই যাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। এমতাবস্থায় হামাস জানিয়েছে, তাদের হাতে জিম্মি কারও ব্যাপারে ইসরায়েলের সাথে আপস বা সমঝোতা করতে রাজি নয় তারা। এমনকি এ ব্যাপারে আলোচনা করতে হলে আগে এই হামলা থামাতে হবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, এক ভিডিও বার্তায় এমন কথাই বলেছেন হামাসের এক মুখমাত্র। ভিডিও বার্তায় মূলত কথা বলেন হামাসের অঙ্গসংগঠন আল–কাসামের মুখপাত্র আবু ওবাইদা।

হামাসের সঙ্গে ইসরায়েলের সামরিক বাহিনীর চলমান সংঘাত নিয়ে ফোনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। তিনি মাহমুদ আব্বাসকে বলেন, এই সংঘাতে সৌদি আরব বরাবরের মতোই ফিলিস্তিনিদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

ইসরায়েলের দাবি, শনিবার হামাসের রকেট হামলায় তিন দিনে অন্তত ৯০০ ইসরায়েলি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় মারা গেছে কমপক্ষে ৭০৪ ফিলিস্তিনি। জাতিসংঘ বলছে, বাস্তুচ্যুত হয়েছে গাজার লক্ষাধিক বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হামাসের ১৫০০ যোদ্ধা নিহতের দাবি ইসরায়েলের

আপডেট সময় : ০৭:২২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

সীমান্ত এলাকা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। মঙ্গলবার তারা জানায়, সোমবার রাত থেকে সীমান্ত দিয়ে কোনো হামাস যোদ্ধা প্রবেশ করতে পারেননি। ইসরায়েলের অভ্যন্তরে ১ হাজার ৫০০ হামাস যোদ্ধার মরদেহ পাওয়া গেছে।

বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র রিচার্ড হেক্ট বলেন, সোমবার থেকে সীমান্ত দিয়ে কোনো হামাস যোদ্ধা প্রবেশ করতে না পারলেও অন্য উপায়ে প্রবেশ করে থাকতে পারে।

এদিকে, ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের রকেট হামলার জবাবে গাজায় একের পর এক বোমা ফেলেই যাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। এমতাবস্থায় হামাস জানিয়েছে, তাদের হাতে জিম্মি কারও ব্যাপারে ইসরায়েলের সাথে আপস বা সমঝোতা করতে রাজি নয় তারা। এমনকি এ ব্যাপারে আলোচনা করতে হলে আগে এই হামলা থামাতে হবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, এক ভিডিও বার্তায় এমন কথাই বলেছেন হামাসের এক মুখমাত্র। ভিডিও বার্তায় মূলত কথা বলেন হামাসের অঙ্গসংগঠন আল–কাসামের মুখপাত্র আবু ওবাইদা।

হামাসের সঙ্গে ইসরায়েলের সামরিক বাহিনীর চলমান সংঘাত নিয়ে ফোনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। তিনি মাহমুদ আব্বাসকে বলেন, এই সংঘাতে সৌদি আরব বরাবরের মতোই ফিলিস্তিনিদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

ইসরায়েলের দাবি, শনিবার হামাসের রকেট হামলায় তিন দিনে অন্তত ৯০০ ইসরায়েলি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় মারা গেছে কমপক্ষে ৭০৪ ফিলিস্তিনি। জাতিসংঘ বলছে, বাস্তুচ্যুত হয়েছে গাজার লক্ষাধিক বাসিন্দা।