ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে এবার মুখ খুললেন পুতিন

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • / ৩৪১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনির ইসলামপন্থী দল হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ মঙ্গলবার ক্রেমলিনে দেওয়া ভাষণে এ সংকটের জন্য যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএননের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুতিন বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে স্পষ্টত একটি উত্তেজনা দেখতে পাচ্ছি। আমার সঙ্গে অনেকেই হয়তো একমত হবেন যে, এটি মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্রের ভুল নীতির একটি উৎকৃষ্ট উদাহরণ।’

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘দুর্ভাগ্যবশত তারা (মার্কিন প্রশাসন) উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য সমঝোতা খুঁজে বের করার বিষয়ে উদ্বিগ্ন না। বরং তারা উভয় পক্ষের ওপর নিজেদের ধারণা চাপিয়ে দিতে চাইছে।’

এ সংকটের সমাধানের জন্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রয়োজন বলেও ভাষণে উল্লেখ করেন পুতিন। এসময় বেসামরিক জনসংখ্যার ক্ষয়ক্ষতি কমানোর জন্য হামাস ও ইসরায়েলের প্রতি আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট।

হামাসের হামলায় গত তিন দিনে অন্তত এক হাজারের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় মারা গেছে কমপক্ষে ৭০৪ ফিলিস্তিনি।

গাজায় প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি বাস করে। ২০০৭ সাল থেকেই গাজার আকাশ, স্থল ও সমুদ্র অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। তাই, মূলত আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল সেখানকার বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে এবার মুখ খুললেন পুতিন

আপডেট সময় : ০৫:২৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনির ইসলামপন্থী দল হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ মঙ্গলবার ক্রেমলিনে দেওয়া ভাষণে এ সংকটের জন্য যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএননের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুতিন বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে স্পষ্টত একটি উত্তেজনা দেখতে পাচ্ছি। আমার সঙ্গে অনেকেই হয়তো একমত হবেন যে, এটি মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্রের ভুল নীতির একটি উৎকৃষ্ট উদাহরণ।’

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘দুর্ভাগ্যবশত তারা (মার্কিন প্রশাসন) উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য সমঝোতা খুঁজে বের করার বিষয়ে উদ্বিগ্ন না। বরং তারা উভয় পক্ষের ওপর নিজেদের ধারণা চাপিয়ে দিতে চাইছে।’

এ সংকটের সমাধানের জন্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রয়োজন বলেও ভাষণে উল্লেখ করেন পুতিন। এসময় বেসামরিক জনসংখ্যার ক্ষয়ক্ষতি কমানোর জন্য হামাস ও ইসরায়েলের প্রতি আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট।

হামাসের হামলায় গত তিন দিনে অন্তত এক হাজারের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় মারা গেছে কমপক্ষে ৭০৪ ফিলিস্তিনি।

গাজায় প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি বাস করে। ২০০৭ সাল থেকেই গাজার আকাশ, স্থল ও সমুদ্র অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। তাই, মূলত আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল সেখানকার বাসিন্দারা।