ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরাইলি হামলায় গাজার ২ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • / ৪২৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরাইলি বিমান হামলায় পশ্চিম গাজায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি হামলার কারণে গাজার এক লাখ ৮৭ হাজার ৫১৮ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এ বিষয়ে আল-জাজিরা জানিয়েছে, ‘আমরা গাজার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে রিপোর্ট পেয়েছি যে এ ফিলিস্তিনি ভূখণ্ডের পশ্চিম অংশে একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় অন্তত দুই সাংবাদিকসহ পাঁচজন নিহত হয়েছেন।’ তুরস্কের আনাদোলু এজেন্সি দুই সাংবাদিককে সাইদ আল-তাভিল এবং মোহাম্মদ সোব বলে শনাক্ত করেছে।

জাতিসংঘ জানিয়েছে, গাজায় ব্যাপকভাবে বাস্তুচ্যুতির ঘটনা সংঘটিত হচ্ছে। জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থা বলছে, গত ২৪ ঘণ্টায় গাজার অগণিত মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এক লাখ ৮৭ হাজার ৫১৮ জনেরও বেশি ফিলিস্তিনি তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে বলে বিশ্বাস করা হচ্ছে।

এ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত থাকায় এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাস্তুচ্যুতদের মধ্যে প্রায় এক লাখ ৩৭ হাজার ৪২৭ জন ৮৩ টি স্কুলে আশ্রয় নিয়েছে। আরও ৪১ হাজার যাদের বাড়ি-ঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্থ হয়েছে, তারা তাদের আত্মীয় এবং প্রতিবেশীদের কাছে আশ্রয় নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ইসরাইলি হামলায় গাজার ২ সাংবাদিক নিহত

আপডেট সময় : ০৬:২৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

ইসরাইলি বিমান হামলায় পশ্চিম গাজায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি হামলার কারণে গাজার এক লাখ ৮৭ হাজার ৫১৮ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এ বিষয়ে আল-জাজিরা জানিয়েছে, ‘আমরা গাজার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে রিপোর্ট পেয়েছি যে এ ফিলিস্তিনি ভূখণ্ডের পশ্চিম অংশে একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় অন্তত দুই সাংবাদিকসহ পাঁচজন নিহত হয়েছেন।’ তুরস্কের আনাদোলু এজেন্সি দুই সাংবাদিককে সাইদ আল-তাভিল এবং মোহাম্মদ সোব বলে শনাক্ত করেছে।

জাতিসংঘ জানিয়েছে, গাজায় ব্যাপকভাবে বাস্তুচ্যুতির ঘটনা সংঘটিত হচ্ছে। জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থা বলছে, গত ২৪ ঘণ্টায় গাজার অগণিত মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এক লাখ ৮৭ হাজার ৫১৮ জনেরও বেশি ফিলিস্তিনি তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে বলে বিশ্বাস করা হচ্ছে।

এ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত থাকায় এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাস্তুচ্যুতদের মধ্যে প্রায় এক লাখ ৩৭ হাজার ৪২৭ জন ৮৩ টি স্কুলে আশ্রয় নিয়েছে। আরও ৪১ হাজার যাদের বাড়ি-ঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্থ হয়েছে, তারা তাদের আত্মীয় এবং প্রতিবেশীদের কাছে আশ্রয় নিয়েছেন।