ইসরাইলের বিমান হামলায় ছয় সাংবাদিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৩:১৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ৪৪১ বার পড়া হয়েছে
ইসরাইলি বিমান হামলায় পশ্চিম গাজায় ছয় ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছে। নিখোঁজ হয়েছেন আরও অন্তত দুইজন। সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম জানায়, ফিলিস্তিনের গাজা উপত্যকায় একাধিক সংবাদমাধ্যম অফিসে বিমান হামলা চালায় ইসরায়েল। এ সময় ছয় সাংবাদিক নিহত হয়। নিহতরা হলেন সাইদ আল-তাবিল, মোহাম্মদ সোবিহ, হিশাম আল-নাওয়াজা, ইব্রাহিম মোহাম্মদ লাফি, মোহাম্মদ জারঘউন ও মোহাম্মদ এল-সালহি।
আল-তাবিল ছিলেন আল-খামসা নিউজের প্রধান সম্পাদক। এল-সালহি ছিলেন ফ্রিল্যান্সার সাংবাদিক। জারঘউন ‘স্মার্ট মিডিয়া’ নামে একটি সংবাদমাধ্যমে কাজ করতেন। আল-নাওয়াজা সোবিহ ও লাফি স্থানীয় একটি পোর্টালে কাজ করতেন। ।
বুধবার পঞ্চম দিনের মতো ইসরাইলের বিমান হামলা অব্যাহত রয়েছে। সাধারণ ফিলিস্তিনির পাশাপাশি হুমকির মুখে পড়েছে শত শত সাংবাদিকদের জীবন।