ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজায় ২ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • / ৩৪১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘ জানিয়েছে, গাজায় ফিলিস্তিনের ছিটমহলে স্থল, নৌ ও আকাশ পথে ইসরায়েলি বাহিনীর প্রচণ্ড বোমাবর্ষণে দুই লাখ ৬০ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ মঙ্গলবার (১০ অক্টোবর) বলেছে, ধারণা করা হচ্ছে, গাজায় দুই লাখ ৬৩ হাজার ৯৩৪ জন তাদের বাড়িঘর হারিয়েছেন। এছাড়া সংস্থাটি সতর্ক করে বলেছে, এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে ওসিএইচএ জানায়, বোমাবর্ষণে এক হাজারের বেশি বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ৫৬০টি বাড়ি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোতে আর বাসবাস করা যাবে না।

ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা করে এমন একটি সংস্থা ইউএনআরডব্লিওএ জানিয়েছে, প্রায় এক লাখ ৭৫ হাজার বাস্তুহারা মানুষ ৮৮টি স্কুলে আশ্রয় নিয়েছেন। এছাড়া ১৪ হাজার ৫০০ লোক ১২টি সরকারি স্কুলে পালিয়ে এসেছেন। পাশাপাশি ৭৪ হাজার লোক আত্মীয়স্বজন, প্রতিবেশী অথবা উপাসনালয় ও অন্যান্য স্থাপনায় আশ্রয় নিয়েছেন।

এদিকে, ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের আকস্মিক আক্রমণে শুরু হওয়া ভয়ঙ্কর যুদ্ধে উভয় পক্ষের হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাজায় ২ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত : জাতিসংঘ

আপডেট সময় : ০৮:১৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩

জাতিসংঘ জানিয়েছে, গাজায় ফিলিস্তিনের ছিটমহলে স্থল, নৌ ও আকাশ পথে ইসরায়েলি বাহিনীর প্রচণ্ড বোমাবর্ষণে দুই লাখ ৬০ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ মঙ্গলবার (১০ অক্টোবর) বলেছে, ধারণা করা হচ্ছে, গাজায় দুই লাখ ৬৩ হাজার ৯৩৪ জন তাদের বাড়িঘর হারিয়েছেন। এছাড়া সংস্থাটি সতর্ক করে বলেছে, এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে ওসিএইচএ জানায়, বোমাবর্ষণে এক হাজারের বেশি বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ৫৬০টি বাড়ি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোতে আর বাসবাস করা যাবে না।

ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা করে এমন একটি সংস্থা ইউএনআরডব্লিওএ জানিয়েছে, প্রায় এক লাখ ৭৫ হাজার বাস্তুহারা মানুষ ৮৮টি স্কুলে আশ্রয় নিয়েছেন। এছাড়া ১৪ হাজার ৫০০ লোক ১২টি সরকারি স্কুলে পালিয়ে এসেছেন। পাশাপাশি ৭৪ হাজার লোক আত্মীয়স্বজন, প্রতিবেশী অথবা উপাসনালয় ও অন্যান্য স্থাপনায় আশ্রয় নিয়েছেন।

এদিকে, ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের আকস্মিক আক্রমণে শুরু হওয়া ভয়ঙ্কর যুদ্ধে উভয় পক্ষের হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।