জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রে ভিত নয় আ.লীগ: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৩৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ৪৩৪ বার পড়া হয়েছে
নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে ভিত নয় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন জনগণ আওয়ামী লীগকে ভোট দিতে চায়। জাতীয়-আন্তর্জাতিক চক্রান্ত সব সময় থাকে, ওসবে ভয় করি না। ১৪ বছর ধরে গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে আওয়ামী লীগ দেশের অর্থনৈতিক উন্নতি করেছে বলেও জানান তিনি।
বুধবার (১১ অক্টোবর) সকালে টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন সরকার প্রধান।
সকালে টুঙ্গিপাড়ায় ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। এসময় নিজ নির্বাচনি এলাকার নেতাকর্মীদের সাথে মত বিনিময় করতে বাড়ি থেকে হেঁটে উপজেলা আওয়ামী লীগ অফিসে আসেন শেখ হাসিনা।
তিনি বলেন, জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। গত ১৪ বছরে গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে আমরা দেশব্যাপি উন্নয়ন করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী আরও বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না হলে আমরা আরও এগিয়ে যেতে পারতাম।
প্রধানমন্ত্রী বলেন, ‘সব প্রতিকূলতা মোকাবিলা করে লক্ষ্য অর্জন করা হবে।’
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখা প্রত্যয় ব্যক্ত করে সরকারপ্রধান বলেন, ‘দেশে গণতন্ত্রের মধ্য দিয়ে দেশের উন্নয়ন নিশ্চিত করা হয়েছে। এই উন্নয়নর যাত্রা ধরে রাখতে হবে।’
পরে অনাবাদি জমি আবাদ করে খাদ্য উৎপাদন বাড়াতে সবাইকে উদ্যোগী হওয়ারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা আরও বলেন,‘সারা বিশ্বেই জিনিসপত্রের দাম বেশি। তাই বিভিন্নভাবে সবাইকে উৎপাদনমুখী হতে হবে। আমাদের সৌভাগ্য যে আমাদের মাটি অত্যন্ত উর্বর এবং আমাদের মানুষগুলো দক্ষ। যে কারণে আমরা যদি চেষ্টা করি তাহলে খাদ্য উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে পারি।’
প্রধানমন্ত্রী বলেন, ১৪ বছর ধরে গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে দেশের অর্থনৈতিক উন্নতি করেছে আওয়ামী লীগ। জনগণের ভোট আওয়ামী লীগের পক্ষে আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন কিছু জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকলেও তার ভয় করি না।
তিনশো এলাকা নিয়ে ব্যস্ত থাকায় নিজ নির্বাচনি এলাকায় পর্যাপ্ত সময় না দিতে পারার আফসোস জানান সরকার প্রধান। আপনজন সাথে আছে বলে উন্নয়ন করতে পারছি।
এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) পদ্মা সেতুর রেল লিংক উদ্বোধন করে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেনে এসে সড়ক পথে টুঙ্গিপাড়া আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নিজ বাড়িতে রাতে থাকেন।