ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নির্বাচনে সাম্প্রদায়িক সংঘাত বন্ধে সরকারকে চিঠি দেবে ইসি: সিইসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • / ৩৪০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কা গুরুত্বের সাথে দেখার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (১১ অক্টোবর) নির্বাচন ভবনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষে জাতীয় সংসদ নির্বাচনে সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কা করে সিইসিকে স্মারকলিপি দেয়া হয়। পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এ স্মারকলিপি দেন।

সিইসি বলেন, আমরা বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে নিয়েছি। আমরাও এটাও বলেছি যে, আসলে বিষয়টা দেখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে যখন নির্বাচনের সঙ্গে বিষয়টা সংশ্লিষ্ট হবে, সেখানে আমাদের সংশ্লিষ্টতা এসে যায়। আমরা চিঠি দিয়ে, পত্র দিয়ে সরকারকে, সরকারের ডিসি (জেলা প্রশাসক), এসপিদের (পুলিশ সুপার), স্বরাষ্ট্র মন্ত্রণালয়– যারা যারা দায়িত্বপ্রাপ্ত তাদের আমরা অবহিত করব, দেশে নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সাম্প্রদায়িক সংঘাত বা সহিংসতা না হয়।

হাবিবুল আউয়াল বলেন, এই ধরনের ঘটনা প্রশ্রয় দেয়া হবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, সাম্প্রদায়িক সহিংসতা, সংঘাত যাতে না হয়- এটা নিশ্চিত করার দায়িত্ব পালনের আহ্বানও জানান সিইসি। আর আইন-শৃঙ্খলার অবনতির দায় প্রশাসনের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নির্বাচনে সাম্প্রদায়িক সংঘাত বন্ধে সরকারকে চিঠি দেবে ইসি: সিইসি

আপডেট সময় : ১০:৩৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩

সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কা গুরুত্বের সাথে দেখার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (১১ অক্টোবর) নির্বাচন ভবনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষে জাতীয় সংসদ নির্বাচনে সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কা করে সিইসিকে স্মারকলিপি দেয়া হয়। পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এ স্মারকলিপি দেন।

সিইসি বলেন, আমরা বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে নিয়েছি। আমরাও এটাও বলেছি যে, আসলে বিষয়টা দেখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে যখন নির্বাচনের সঙ্গে বিষয়টা সংশ্লিষ্ট হবে, সেখানে আমাদের সংশ্লিষ্টতা এসে যায়। আমরা চিঠি দিয়ে, পত্র দিয়ে সরকারকে, সরকারের ডিসি (জেলা প্রশাসক), এসপিদের (পুলিশ সুপার), স্বরাষ্ট্র মন্ত্রণালয়– যারা যারা দায়িত্বপ্রাপ্ত তাদের আমরা অবহিত করব, দেশে নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সাম্প্রদায়িক সংঘাত বা সহিংসতা না হয়।

হাবিবুল আউয়াল বলেন, এই ধরনের ঘটনা প্রশ্রয় দেয়া হবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, সাম্প্রদায়িক সহিংসতা, সংঘাত যাতে না হয়- এটা নিশ্চিত করার দায়িত্ব পালনের আহ্বানও জানান সিইসি। আর আইন-শৃঙ্খলার অবনতির দায় প্রশাসনের।