ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৫, আহত ১০

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • / ৪৮১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় এক নারীসহ ৫জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন—কামরুজ্জামান লিটন (২৮) ও জেসমিন আক্তার। তাদের মরদেহ ত্রিশাল থানায় নেওয়া হয়েছে। এছাড়া আহতদের মধ্যে হাসিনা ও স্বপ্না নামের দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদেকুর রহমান এ বিষয়ে জানান, চেলেরঘাটে পোশাককর্মীরা যখন একটি বাসে ওঠছিলেন, তখন ঢাকাগামী আরেকটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২জনের মৃত্যু হয়। এছাড়া আরও ১০ জন আহত হন। তাদের মধ্যে দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৫, আহত ১০

আপডেট সময় : ০৭:০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩

ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় এক নারীসহ ৫জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন—কামরুজ্জামান লিটন (২৮) ও জেসমিন আক্তার। তাদের মরদেহ ত্রিশাল থানায় নেওয়া হয়েছে। এছাড়া আহতদের মধ্যে হাসিনা ও স্বপ্না নামের দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদেকুর রহমান এ বিষয়ে জানান, চেলেরঘাটে পোশাককর্মীরা যখন একটি বাসে ওঠছিলেন, তখন ঢাকাগামী আরেকটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২জনের মৃত্যু হয়। এছাড়া আরও ১০ জন আহত হন। তাদের মধ্যে দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন।