ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মুসলিম বিশ্বে বিক্ষোভের আহ্বান প্রাক্তন হামাস প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • / ৪৮২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরব ও মুসলিম বিশ্বে শুক্রবার (১৩ অক্টোবর) বিক্ষোভের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সাবেক প্রধান খালেদ মেশাল। নিপীড়িত ফিলিস্তিনিদের সমর্থনে বিশ্বের সকল মুসলিমকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান তিনি। বুধবার (১১ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

খালেদ মেশাল বলেন, ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার এখনই সময়। গাজাকে সহায়তায় গোটা মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। এসময় প্রতিবেশী দেশগুলোর নাগরিককে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে অংশ নেয়ার আহ্বানও জানান হামাস নেতা। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো জর্দান, সিরিয়া, লেবানন ও মিশরের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

খালেদ মেশাল বলেন, আমি মুসলিম জনগণের কাছে আহ্বান জানাব, রাস্তায় নেমে এসে বিশ্বকে আপনারা একটি বার্তা দিন। সেই বার্তাটি হচ্ছে, আমরা ফিলিস্তিনের সাথে আছি। গাজা, আল আকসা, জেরুজালেমের সাথে আছি। সবাইকে জানিয়ে দিন, আপনারাও এই যুদ্ধের একটি অংশ। গাজার এই মুহূর্তে আপনাদের সাহায্য প্রয়োজন। ত্রাণ, অর্থ, যার যা কিছু আছে, তাই দিয়ে সাহায্য করুন। পুরো আরব বিশ্বের তাদের এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার এখনই সময়।

গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ পঞ্চম দিনে গড়িয়েছে। ইসরায়েলের হামলায় গাজা ভয়াবহ মানবিক সংকটের দ্বারপ্রান্তে পৌঁছেছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে, আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। আর হামাসের হামলায় ইসরায়েলিদের মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

মুসলিম বিশ্বে বিক্ষোভের আহ্বান প্রাক্তন হামাস প্রধানের

আপডেট সময় : ০৩:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩

আরব ও মুসলিম বিশ্বে শুক্রবার (১৩ অক্টোবর) বিক্ষোভের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সাবেক প্রধান খালেদ মেশাল। নিপীড়িত ফিলিস্তিনিদের সমর্থনে বিশ্বের সকল মুসলিমকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান তিনি। বুধবার (১১ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

খালেদ মেশাল বলেন, ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার এখনই সময়। গাজাকে সহায়তায় গোটা মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। এসময় প্রতিবেশী দেশগুলোর নাগরিককে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে অংশ নেয়ার আহ্বানও জানান হামাস নেতা। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো জর্দান, সিরিয়া, লেবানন ও মিশরের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

খালেদ মেশাল বলেন, আমি মুসলিম জনগণের কাছে আহ্বান জানাব, রাস্তায় নেমে এসে বিশ্বকে আপনারা একটি বার্তা দিন। সেই বার্তাটি হচ্ছে, আমরা ফিলিস্তিনের সাথে আছি। গাজা, আল আকসা, জেরুজালেমের সাথে আছি। সবাইকে জানিয়ে দিন, আপনারাও এই যুদ্ধের একটি অংশ। গাজার এই মুহূর্তে আপনাদের সাহায্য প্রয়োজন। ত্রাণ, অর্থ, যার যা কিছু আছে, তাই দিয়ে সাহায্য করুন। পুরো আরব বিশ্বের তাদের এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার এখনই সময়।

গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ পঞ্চম দিনে গড়িয়েছে। ইসরায়েলের হামলায় গাজা ভয়াবহ মানবিক সংকটের দ্বারপ্রান্তে পৌঁছেছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে, আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। আর হামাসের হামলায় ইসরায়েলিদের মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে।