ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফিলিস্তিনিদের সহায়তা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসল ইইউ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১১:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • / ৪২১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েল ও হামাসের যুদ্ধের পর ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসল সংগঠনটি। বেশ কয়েকটি সদস্য দেশের প্রতিবাদের মুখে ইইউ জানিয়েছে, তারা ফিলিস্তিনিদের সহায়তা দেওয়া স্থগিত করবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হামাসের হামলার পর ইসরায়েলের প্রতি সংহতির অংশ হিসেবে ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন।

এ নিয়ে গতকাল মঙ্গলবার ওমানে একটি বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেন, ইইউর বেশিরভাগ সদস্য রাষ্ট্র সহায়তা দেওয়া অব্যাহত রাখতে চায়।

ইইউর এ কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে কিছু ব্যাপার আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

এর আগে গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের মধ্যকার চলমান যুদ্ধের জন্য হামাসকে সরাসরি দায়ী করেন ইইউর নেইবাওয়ারহুড অ্যান্ড এনলার্জমেন্ট বিভাগের কমিশনার অলিভার ভারহেইলি। ওই পোস্টে তিনি বলেন, ইসরায়েল ও সেখানকার লোকজনের ওপর গত কয়েক দিন ধরে যে নজিরবিহীন নিষ্ঠুরতা চলছে, তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত সেখানে শান্তি ফিরে না আসে, (ফিলিস্তিনে) আমাদের যাবতীয় সহায়তা বন্ধ থাকবে।

নিউজটি শেয়ার করুন

ফিলিস্তিনিদের সহায়তা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসল ইইউ

আপডেট সময় : ০৩:১১:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩

ইসরায়েল ও হামাসের যুদ্ধের পর ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসল সংগঠনটি। বেশ কয়েকটি সদস্য দেশের প্রতিবাদের মুখে ইইউ জানিয়েছে, তারা ফিলিস্তিনিদের সহায়তা দেওয়া স্থগিত করবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হামাসের হামলার পর ইসরায়েলের প্রতি সংহতির অংশ হিসেবে ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন।

এ নিয়ে গতকাল মঙ্গলবার ওমানে একটি বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেন, ইইউর বেশিরভাগ সদস্য রাষ্ট্র সহায়তা দেওয়া অব্যাহত রাখতে চায়।

ইইউর এ কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে কিছু ব্যাপার আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

এর আগে গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের মধ্যকার চলমান যুদ্ধের জন্য হামাসকে সরাসরি দায়ী করেন ইইউর নেইবাওয়ারহুড অ্যান্ড এনলার্জমেন্ট বিভাগের কমিশনার অলিভার ভারহেইলি। ওই পোস্টে তিনি বলেন, ইসরায়েল ও সেখানকার লোকজনের ওপর গত কয়েক দিন ধরে যে নজিরবিহীন নিষ্ঠুরতা চলছে, তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত সেখানে শান্তি ফিরে না আসে, (ফিলিস্তিনে) আমাদের যাবতীয় সহায়তা বন্ধ থাকবে।