বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে তার ধানমন্ডির বাসা থেকে তুলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে প্রথমে বিষয়টি পুলিশের পক্ষ থেকে স্বীকার না করলেও বুধবার বেলা ১১ টায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।
তিনি জানান, ধানমন্ডি থানার রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা ছিল বলেও জানান ওসি।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তার ধানমন্ডির বাসা থেকে পুলিশ তাকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।
তিনি জানান, বিএনপির প্রচার সম্পাদক, সাবেক এমপি লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ধানমন্ডির বাসা রাত ১০টার পর থেকেই ঘিরে রেখেছিল পুলিশ। পরে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। কেন তাকে কোথায় তুলে নিয়ে যাওয়া হলো তা পুলিশের পক্ষ থেকে পরিবার কিংবা দলকে কিছু জানানো হয়নি।