ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরাইলি বিমান হামলায় ২৬০ ফিলিস্তিনি শিশু নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • / ৪৪০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ২৬০ শিশু নিহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, হামাস-ইসরাইল যুদ্ধের পঞ্চম দিন বুধবার এখন পর্যন্ত এক হাজার ৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে পাঁচ হাজার ১৮৪ জন।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের হামলায় তাদের ১২০০ নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই হাজার ৮০০ জন।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ২২ হাজার ৬০০টির বেশি আবাসিক ভবন, ১০টি স্বাস্থ্যকেন্দ্র এবং ৪৮টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরাইলি বিমান বাহিনী গাজার ইসলামিক ইউনিভার্সিটির কয়েকটি ভবন গুঁড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এদিকে হামাসের রকেট হামলা অব্যাহত রয়েছে। পাশাপশি লেবানন-ইসরাইলি সীমান্তে হিজবুল্লাহও ইসরাইলের দিকে গোলাগুলি ছুঁড়ছে। ইসরাইলি বাহিনীর অভিযোগ, সিরিয়া থেকেও তাদের ভূমিতে গোলা পড়েছে।

ইসরাইলের চলমান হামলার কারণে আড়াই লাখের বেশি ফিলিস্তিনি তাদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা জানিয়েছে, গাজা থেকে দুই লাখ ৬৩ হাজার ৯৩৪ জনের বেশি মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে তারা।

হামাসের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, বেশ কিছু আবাসিক ভবন, কারখানা, মসজিদ এবং দোকান-পাট লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

শনিবার থেকে চলা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এবং ইসরাইলি বাহিনীর মধ্যে সংঘাত চলছে।

এক বিবৃতিতে ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, মঙ্গলবার রাতে তারা গাজায় ২০০ টার্গেটে হামলা চালিয়েছে।

এদিকে হামাসের সঙ্গে সংঘাতের কারণে বিভিন্ন দেশ ইসরাইল থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। এরইমধ্যেই পোল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, নাইজেরিয়া, নরওয়ে, সুইজারল্যান্ড, স্পেন এবং দক্ষিণ কোরিয়াসহ বেশ কিছু দেশ তাদের নাগরিকদের ইসরাইল থেকে সরিয়ে নিতে শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

ইসরাইলি বিমান হামলায় ২৬০ ফিলিস্তিনি শিশু নিহত

আপডেট সময় : ১০:৪৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩

গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ২৬০ শিশু নিহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, হামাস-ইসরাইল যুদ্ধের পঞ্চম দিন বুধবার এখন পর্যন্ত এক হাজার ৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে পাঁচ হাজার ১৮৪ জন।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের হামলায় তাদের ১২০০ নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই হাজার ৮০০ জন।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ২২ হাজার ৬০০টির বেশি আবাসিক ভবন, ১০টি স্বাস্থ্যকেন্দ্র এবং ৪৮টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরাইলি বিমান বাহিনী গাজার ইসলামিক ইউনিভার্সিটির কয়েকটি ভবন গুঁড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এদিকে হামাসের রকেট হামলা অব্যাহত রয়েছে। পাশাপশি লেবানন-ইসরাইলি সীমান্তে হিজবুল্লাহও ইসরাইলের দিকে গোলাগুলি ছুঁড়ছে। ইসরাইলি বাহিনীর অভিযোগ, সিরিয়া থেকেও তাদের ভূমিতে গোলা পড়েছে।

ইসরাইলের চলমান হামলার কারণে আড়াই লাখের বেশি ফিলিস্তিনি তাদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা জানিয়েছে, গাজা থেকে দুই লাখ ৬৩ হাজার ৯৩৪ জনের বেশি মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে তারা।

হামাসের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, বেশ কিছু আবাসিক ভবন, কারখানা, মসজিদ এবং দোকান-পাট লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

শনিবার থেকে চলা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এবং ইসরাইলি বাহিনীর মধ্যে সংঘাত চলছে।

এক বিবৃতিতে ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, মঙ্গলবার রাতে তারা গাজায় ২০০ টার্গেটে হামলা চালিয়েছে।

এদিকে হামাসের সঙ্গে সংঘাতের কারণে বিভিন্ন দেশ ইসরাইল থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। এরইমধ্যেই পোল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, নাইজেরিয়া, নরওয়ে, সুইজারল্যান্ড, স্পেন এবং দক্ষিণ কোরিয়াসহ বেশ কিছু দেশ তাদের নাগরিকদের ইসরাইল থেকে সরিয়ে নিতে শুরু করেছে।