গ্রামের বাড়িতে প্রধানমন্ত্রীর ব্যতিক্রম সন্ধ্যা
- আপডেট সময় : ০৩:৪৭:০০ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ৪২৫ বার পড়া হয়েছে
দিনভর শত ব্যবস্তার মধ্যে সময় কাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তারপর তিনিও যে একজন বাঙালি নারী, বাংলার গৃহবধূ, সেই রূপটি ফিরে আসে সময় পেলেই। সেটা হয় মাতৃ রূপে, নয় তো বহু ত্যাগ-তিতিক্ষার প্রতীক রূপে।
সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে ছেলের পছন্দের খাবার নিজ হাতে রান্না করে খাওয়ানো বা প্রিয় মানুষটিকে নিজের রান্না করা খাবার পাঠানো- এমন ঘটনা এর আগে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে।
এবার ঠিক তেমন একটি ঘটনা ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার পদ্মা সেতুতে ট্রেন চলাচল উদ্বোধনের পর ভাঙ্গায় জনসভা শেষে প্রধানমন্ত্রী যান টুঙ্গীপাড়া গ্রামের বাড়িতে। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। সেখানে পরিবারের সবাইকে ইলিশ পোলাও নিজ হাতে পরিবেশন করেন।
বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এমন একটি ভিডিও দেখা গেছে। ওই ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী ইলিশ পোলাও রান্নার পদ্ধতি নিয়ে কথা বলছেন। বিশেষ করে, পোলাওয়ের মধ্যে ইলিশ কীভাবে রাখলে ভাঙবে না ইত্যাদি।
এর আগে ২০২০ সালের জানুয়ারি স্ত্রী-কন্যাসহ বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান গিয়েছিলেন গণভবনে। সেখানে আলাপের এক পর্যায়ে সাকিবের স্ত্রী শিশির প্রধানমন্ত্রীকে তার প্রিয় খাবারগুলোর কথা জানান। পরে ২০ জানুয়ারি প্রধানমন্ত্রী নিজ হাতে সেই খাবারগুলো রান্না করে পাঠান সাকিবের বাড়িতে।
সেদিন সাকিব এক ফেসবুক পোস্টে লেখেন, ‘এই পৃথিবীর সবচাইতে ভাগ্যবান মানুষ আমি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে আমি ভাষাহীন। তার হাতের সুস্বাদু খাবার খেলাম, যা তিনি সকালে নিজ হাতে রান্না করে আমার স্ত্রীর জন্য বাসায় পাঠিয়েছেন। গতকাল তার বাসায় যাওয়ার পর সে (শিশির) নিজের পছন্দের খাবারের কথা জানিয়েছিল। ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না। সারা জীবন এই স্মৃতি আমার হৃদয়ে অমলিন থাকবে। আমরা সত্যিই আশীর্বাদপুষ্ট!’