‘চামড়াজাত পণ্যের নতুন বাজার সৃষ্টি করতে হবে’
- আপডেট সময় : ০৪:৩৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- / ৫১৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যবসায়ীদের রপ্তারনীমুখী পণ্যের মান বৃদ্ধি করে বৈদেশিক মুদ্রা আয়ের দিকে নজর দিতে হবে। বিশ্বব্যাপি বাংলাদেশী পণ্যের ব্রান্ড গড়ে তুলতেও আহবান জানান তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চামড়াজাত পণ্যের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসকথা বলেন। বৈশ্বিক অর্থনীতি ও সাধারণ মানুষের কষ্ট লাঘবে যুদ্ধ ও সংঘাত বন্ধের আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে চামড়াজাত বহুমুখী রপ্তানীযোগ্য পণ্যের তিন দিন ব্যাপি মেলা। এ উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় কৃত্রিম বুদ্ধিভিত্তিক রোবটের সাথে চামড়াজাত শিল্পের সম্ভবনা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে চামড়া শিল্প বিকাশের গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের দ্বিতীয় বৈদেশীক মুদ্রা আয়ের খাত চামড়া শিল্প। তৈরী পোশাক শিল্পেরমতো এই খাতে আরো সহায়তা বাড়ালে বিপুল সম্ভাবনা আছে।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের ফলে অভ্যন্তরীন বাজার সৃষ্টি হয়েছে। যা ব্যবসায়ীদের ব্যবসা স¤প্রসারণের জন্য ইতিবাচক। দেশীয় এবং বিদেশী সুবিধা কাজে লাগিয়ে আগামী ১০ বছরের মধ্যে চামড়াযাত পণ্য রপ্তানী করে বার্ষিক ১০ বিলিয়ন মার্কিন ডলার আয়ের পথ তৈরী করতে হবে। সেজন্য পণ্যর গুনগতমান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
করোনা পরবর্তি যুগে অর্থনৈতিক মন্দা রোধ এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ-সংঘাত বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানান সরকার প্রধান।
দেশের চামড়া শিল্প বিকাশে উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে বলেও অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।