সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্গতিনাশিনী দেবীকে বিদায় জানালেন ভক্তরা ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত পুলিশ ছাড় পাবে না: উপদেষ্টা নাহিদ সব শান্তিরক্ষীকে লেবানন থেকে সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু যুদ্ধ পরিস্থিতিতেও লেবাননে বিনামূল্যে খাবার সরবরাহ করছে ব্যবসায়ীরা দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ দেশের ৩০% মানুষ প্রয়োজনের চেয়ে কম খাচ্ছেন রোনালদোর গোল, পর্তুগালের টানা তৃতীয় জয় ২৩ অক্টোবরের মধ্যে হজের নিবন্ধন করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের শুধু ছাত্রদের আন্দোলনে আলাদা ক্রেডিট দেয়ার সুযোগ নেই : গয়েশ্বর আওয়ামী লীগের বিচার হবে তাঁদের করা আইনেই: জামায়াতের আমির অশ্রুসিক্ত নয়নে দুর্গাকে বিদায় পশ্চিবঙ্গের মানুষের সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যা পাকিস্তানে দুই গোত্রের সহিংসতায় নিহত ১১ লেবাননের গ্রামে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ঠেকাল হিজবুল্লাহ সাহারা মরুভূমিতে বিরল বন্যা !! সৌদি আরব ও আমিরাতের কাছে আমেরিকার আরও অস্ত্র বিক্রি অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

জুলাই-সেপ্টেম্বরে পোশাক রপ্তানি সাড়ে ৫’শ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক / ১৮৬ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন
জুলাই-সেপ্টেম্বরে পোশাক রপ্তানি সাড়ে ৫’শ বিলিয়ন ডলার
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, চলতি অর্থবছরের ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম তিন মাস জুলাই-সেপ্টেম্বর মাসে ইউরোপীয় ইউনিয়নে আমাদের পোশাক রপ্তানি ৫৫১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে এবং আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১১.৪৭ শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে।

এদিকে স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং ইতালিতে পোশাক রপ্তানি যথাক্রমে ২৩.২৬ শতাংশ, ৮.৬৭ শতাংশ, ১৮.৯৭ শতাংশ এবং ২৩.২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম রপ্তানি বাজার জার্মানিতে ২০২২-২০২৩ এর জুলাই-সেপ্টেম্বরের তুলনায় ১.৪৫ বিলিয়ন মার্কিন ডলার সহ ৪.৪১ শতাংশ হ্রাস পেয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের পোশাক রপ্তানি ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম তিন মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ২.৭৭ শতাংশ প্রবৃদ্ধির সঙ্গে ২.০৭ বিলিয়ন মার্কিন ডলার বিলিয়ন হয়েছিলো। একই সময়ে, যুক্তরাজ্য এবং কানাডায় রপ্তানি যথাক্রমে ২১.৩৫ শতাংশ এবং ৫.৪৪ শতাংশ প্রবৃদ্ধিসহ ১.৪৫ বিলিয়ন এবং ৩৫২.৮৬ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

২০২৩-২০২৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর মাসে,অপ্রচলিত বাজারে আমাদের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১.৮০ বিলিয়ন মার্কিন ডলার থেকে ২৪.৯৩ শতাংশ বেড়ে ২.২৪ বিলিয়ন মার্কিন হয়েছে।

এছাড়া অপ্রচলিত বাজারগুলির মধ্যে, জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ায় রপ্তানি যথাক্রমে ৩৯.৪৪ শতাংশ, ৫৪.১১ শতাংশ এবং ৩৭.০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে, ভারতে আমাদের পোশাক রপ্তানি ৭.৬৯ শতাংশ কমেছে।

বিজিএমইএ’র পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, যুক্তরাষ্ট্রের আমাদের রপ্তানি কমে আসছে। দেশটির ইন্টার্নাল অটেক্সা ডেটা অনুযায়ী আমরা এটা দেখতে পাচ্ছি। সেটার সঙ্গে আমাদের এই ডেটার কিছু প্রার্থক্য থাকবে। যখন ওরা ইমপোর্ট দেখাচ্ছে আমরা তখন এক্সপোর্ট দেখাচ্ছি একটা সময়ের ব্যবধান হচ্ছে। সেই হিসাবে তিন মাসে আমাদের প্রবৃদ্ধি ২ শতাংশের কাছাকাছি দেখাচ্ছে। ওদের ওখানে দেখাচ্ছে মাইনাসের দিকে যাচ্ছে। তার মানে ধারাবাহিকতা বুঝা যাচ্ছে। একক দেশ হিসাবে যুক্তরাষ্ট্রের ওপর আমরা অনেকখানি নির্ভর করি। তাই এই কমাটা আমাদের জন্য অবশ্যই চিন্তার কারণ। সব কিছু মিলিয়ে যুক্তরাষ্ট্রে আমাদের বিক্রিটা আগের মত হচ্ছে না। যেহেতু একক বাজারে আমাদের রপ্তানি কমছে। সেখানে এই অপ্রচলিত বাজার আমাদের সাবসিডি দিয়ে আসছে।

সামগ্রিকভাবে আমাদের রপ্তানি অঙ্কের আকারে বাড়লেও কিন্তু আমাদের অর্ডার কমেছে। খরচ বেড়েছে, হাইভ্যালু রেট বেড়েছে, ইউটিলিটির রেট বেড়েছে। যে কারণে এই বাড়তি খরচটা দেখাচ্ছে। আসলে কোয়েনটিটিবেইজেড অর্ডার কমছে। আবার কখন মার্কেট স্বাভাবিক হবে আমরা সেই দিনের প্রত্যাশায় আছি। আমরা বিশ্বাস করি অবকাঠামোগতভাবে, প্রযুক্তি ও জনবলের দিক থেকে আমরা সব সময় রেডি আছি। যদি অর্ডার পাই আরও ভালো করার সামর্থ আমরা রাখি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্য সংবাদ