নেতানিয়াহুকে যুদ্ধের নিয়ম মেনে চলার আহ্বান বাইডেনের
- আপডেট সময় : ০৬:৫৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- / ৫২৭ বার পড়া হয়েছে
ইসরায়েলে আকস্মিক হামলার পর ফিলিস্তিনের ইসলামপন্থী দল হামাসকে ধ্বংস করার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এমন হুমকির পর তাঁকে যুদ্ধের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের ইহুদি কমিউনিটির নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এ আহ্বান জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে নৌবহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ যুদ্ধ প্রসঙ্গে বাইডেন বলেন, হলোকাস্টের (ইহুদি গণহত্যা) পর সবচেয়ে মারাত্মক দিন দেখছে ইহুদিরা।
হামাসের হামলায় এখন পর্যন্ত এক হাজার ২০০ শ ইসরায়েলি নিহত হয়েছে। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের পাল্টা হামলায় হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
যুদ্ধ ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে বুধবার কথা বলেছেন বাইডেন। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, নেতানিয়াহুকে আমি জানি ৪০ বছর ধরে। আমি ইসরায়েলকে বলেছি যাতে তারা নিয়ম মেনে যুদ্ধ করে।
এ প্রথমবারের মতো ইসরায়েলকে যুদ্ধে সংযমী হওয়ার আহ্বান জানালেন বাইডেন। এর আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, আমার চোখে প্রত্যেক হামাস সদস্যই মৃত ব্যক্তি বা ডেড ম্যান।