ইতিহাসের অনেক অজানা তথ্য জানতে ‘মুজিব একটি জাতির রূপকার সিনেমা’ দেখতে সবাইকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘মুজিব একটি জাতির রূপকার’ এর শুভ মুক্তি ঘোষনা করেন তিনি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিনেমাটির প্রিমিয়ার শোতে যোগ দিয়ে এই কথা বলেন তিনি।
এসময় ভারত-বাংলাদেশ যৌথ প্রোযোজনার এই সিনেমা নির্মাণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পরিচালক শ্যাম বেনেগালসহ শিল্পী ও কলাকুশলীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাকালীন নানা বাধা বিপত্তি পেরিয়ে সিনেমাটি নির্মাণে সহায়তা করেছেন তারা।’
আগামীকাল সারা দেশের ১৫৩টি হলে মুক্তি পাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে নির্মিত এই ছবিটি। এতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ। আর বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ। অতুল তিওয়ারি ও শামা জায়েদির চিত্রনাট্যে নির্মিত সিনেমাটি ভারতেও মুক্তি পাবে।