সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ালে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

- আপডেট সময় : ০৯:৪৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- / ৪৭৯ বার পড়া হয়েছে

নিত্যপণ্যের দাম সিন্ডিকেট করে যারা বাড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। ব্যবসায়ীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে, সিন্ডিকেট ঠেকাতে সবার সহযোগিতা চান তিনি। এদিকে, ব্যবসায়ীদের দাবি-কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দ্রব্যমূল্য পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভার আয়োজন করে ঢাকা মেট্টোপলিটন পুলিশ, ডিএমপি। এতে অংশ নেন বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, সিটি কর্পোরেশন, বাণিজ্য মন্ত্রণালয় এবং ভোক্তা অধিকারের প্রতিনিধিরা।
এসময় ব্যবসায়ীরা নিত্য পণ্যের সংকট ও দাম বাড়ার কারণ ব্যাখা করেন। মধ্যস্বত্ত ব্যবসায়ীদের কারণেই দ্রব্যমূল্য বাড়ছে বলে দাবি করে রাষ্ট্রীয় সংস্থাগুলোও।
ডিএমপি কমিশনার বলেন, সমন্বয়ের অভাবে একটি স্বার্থান্বেষী মহল পণ্যের দাম বাড়াচ্ছে, তাদের অপতৎপরতা রোধে সকলের সহযোগিতা চান তিনি। সড়কে চাঁদাবাজি হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও কথা জানান হাবিবুর রহমান।