ফিলিস্তিন-ইসরায়েলের সংঘাত নিয়ে আলোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সৌদি ক্রাউন প্রিন্স (যুবরাজ) মোহাম্মদ বিন সালমান। চীনের মধ্যস্থতা তেহরান ও রিয়াদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর গতকাল বুধবার প্রথম দুই নেতা টেলিফোনে কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাইসি এবং সৌদি ক্রাউন প্রিন্স ‘ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বন্ধ করার প্রয়োজনীয়তা’ নিয়ে আলোচনা করেছেন।
সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, চলমান উত্তেজনা বন্ধের জন্য সমস্ত আন্তর্জাতিক এবং আঞ্চলিক পক্ষের সঙ্গে যোগাযোগের জন্য সম্ভাব্য সকল প্রচেষ্টা করছেন বলে সৌদি ক্রাউন প্রিন্স তাঁর পক্ষ থেকে নিশ্চিত করেছেন।
এসপিএ আরও জানায়, সৌদি ক্রাউন প্রিন্স জানিয়েছেন, বেসামরিক নাগরিকদের যে কোনোভাবে লক্ষ্যবস্তু করার বিপক্ষে সৌদি আরব।
৭ বছরের বৈরিতার পর চলতি বছরের মার্চ মাসে চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরান কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়। দুই দেশের মধ্যে আবার বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতাও শুরু হয়। সেই সঙ্গে দুই দেশ পরস্পরের রাজধানীতে তাদের দূতাবাস খোলে।
উল্লেখ্য, গত শনিবার থেকে শুরু হয় ফিলিস্তিনের ইসলামপন্থী দল হামাস-ইসরায়েল সংঘাত। এতে এ পর্যন্ত ইসরায়েলে ১২শ এবং গাজায় ২৬০ শিশুসহ ১১শর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত ছাড়িয়েছে ৯ হাজার।