ফিলিস্তিনে ইসরায়েলের হামলা বন্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে চতুর্থ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস সোর্সিং শো-এর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিশ্বে শান্তি চায়, যুদ্ধ নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অনুরোধ থাকবে প্যালেস্টাইনের ওপর ইসরায়েলের হামলা তথা যুদ্ধ বন্ধ করুন।’
এ সময় রপ্তানি খাতে সরকারের নেওয়া নানা উদ্যোগ তুলে ধরেন সরকার প্রধান। তিনি বলেন, ‘আগে রপ্তানিক্ষেত্রে যে পলিসি নেওয়া হতো তা খুব অল্প সময়ের জন্য। আমরা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু লংটার্ম পলিসি নেওয়া শুরু করেছি। বাংলাদেশে এখন সম্ভাবনার দুয়ার খুলে গেছে। কাজেই এক্ষেত্রে আরও যাতে বিনিয়োগ আসে এবং আমরা পণ্য রপ্তানি করতে পারি সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য সকলকে আমি আহ্বান জানাই।’
চামড়া শিল্পে ২০৩০ সালের মধ্যে ১০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রাও তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘নতুন নতুন বাজার সৃষ্টির জন্য কাজ করছে সরকার। আন্তর্জাতিক বাজারে পণ্য পরিবহণের কথা মাথায় রেখেই দেশে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হচ্ছে। বৈশ্বিক নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে দেশকে এগিয়ে নেয়া হচ্ছে, এক্ষেত্রে ব্যবসায়ীসহ সবার সহযোগিতা প্রয়োজন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়নশীল দেশ হলে কি কি সুবিধা আর কি কি অসুবিধা হবে সেসব নিয়ে কাজ করছে সরকার।’
এ সময় আমলাতান্ত্রিক জটিলতা বাদ দিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের সচেতন হবারও আহ্বান জানান তিনি।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১২ থেকে ১৪ অক্টোবর দেশের চামড়া শিল্পের এই প্রদর্শনী চলবে।