ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হামাস–ইসরায়েল সংঘাতে প্রায় ১০০ বিদেশি নাগরিক নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • / ৪৩৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতে প্রায় ১০০ বিদেশি নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে আমেরিকার নাগরিকই ২২ জন। এ ছাড়া আহত বা জিম্মি হয়েছে বিভিন্ন দেশের বেশ কয়েকজন। দক্ষিণ ইসরায়েলে একটি সঙ্গীত উৎসবে যোগ দিতে সেখানে অবস্থান করছিলেন তাঁরা। এরই মধ্যে আকস্মিক হামলা চালায় হামাস।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, ইসরায়েল-হামাস লড়াইয়ে অন্তত ২২ আমেরিকান নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া ১৭ নাগরিকের কোনো খোঁজ মিলছে না বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর আগে গত মঙ্গলবার পর্যন্ত ১৪ জন নিহতের খবর জানানো হলেও বুধবার তা ২২ জনে পৌঁছায়।

চলমান এই সংঘাতে থাইল্যান্ডের অন্তত ২০ জন নিহত হয়েছে। ১৩ জন আহত হয়েছে এবং ১৪ জনকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, ইসরায়েলে প্রায় ৩০ হাজার থাই নাগরিক রয়েছে। তাদের বেশিরভাগই কৃষি খাতে কাজ করে।

আকস্মিক এ হামলায় ফ্রান্সের ১১ জন নিহত হয়েছে। নিখোঁজ আছে ১৮ জন। বুধবার নিজেদের ১১ নাগরিকের এমন মৃত্যুর জন্য শোক প্রকাশ করে ফ্রান্স।

নেপালের দূতাবাস জানিয়েছে, হামাসের হামলার অন্যতম কেন্দ্রস্থল কিবুতজ আলুমিমে তাদের ১০ জন নাগরিক নিহত হয়েছে। চার নেপালিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ছাড়া আর্জেন্টিনার ৭ নাগরিক, রাশিয়ার ৪ জন, যুক্তরাজ্যের ৪ জন, কানাডার ৩ জন, চিলির একজন, ইউক্রেনের ৩ জন, ব্রাজিলের ২ জন, পেরুর ২ জন, ফিলিপাইনের ২ জন, আজারবাইজানের একজন, কম্বোডিয়ার একজন, অস্ট্রিয়ার একজন ও স্পেনের একজন নিহত হয়েছেন। এসব দেশের বেশ কয়েজন নাগরিক নিখোঁজ এবং জিম্মি রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

হামাস–ইসরায়েল সংঘাতে প্রায় ১০০ বিদেশি নাগরিক নিহত

আপডেট সময় : ০৭:২৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতে প্রায় ১০০ বিদেশি নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে আমেরিকার নাগরিকই ২২ জন। এ ছাড়া আহত বা জিম্মি হয়েছে বিভিন্ন দেশের বেশ কয়েকজন। দক্ষিণ ইসরায়েলে একটি সঙ্গীত উৎসবে যোগ দিতে সেখানে অবস্থান করছিলেন তাঁরা। এরই মধ্যে আকস্মিক হামলা চালায় হামাস।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, ইসরায়েল-হামাস লড়াইয়ে অন্তত ২২ আমেরিকান নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া ১৭ নাগরিকের কোনো খোঁজ মিলছে না বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর আগে গত মঙ্গলবার পর্যন্ত ১৪ জন নিহতের খবর জানানো হলেও বুধবার তা ২২ জনে পৌঁছায়।

চলমান এই সংঘাতে থাইল্যান্ডের অন্তত ২০ জন নিহত হয়েছে। ১৩ জন আহত হয়েছে এবং ১৪ জনকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, ইসরায়েলে প্রায় ৩০ হাজার থাই নাগরিক রয়েছে। তাদের বেশিরভাগই কৃষি খাতে কাজ করে।

আকস্মিক এ হামলায় ফ্রান্সের ১১ জন নিহত হয়েছে। নিখোঁজ আছে ১৮ জন। বুধবার নিজেদের ১১ নাগরিকের এমন মৃত্যুর জন্য শোক প্রকাশ করে ফ্রান্স।

নেপালের দূতাবাস জানিয়েছে, হামাসের হামলার অন্যতম কেন্দ্রস্থল কিবুতজ আলুমিমে তাদের ১০ জন নাগরিক নিহত হয়েছে। চার নেপালিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ছাড়া আর্জেন্টিনার ৭ নাগরিক, রাশিয়ার ৪ জন, যুক্তরাজ্যের ৪ জন, কানাডার ৩ জন, চিলির একজন, ইউক্রেনের ৩ জন, ব্রাজিলের ২ জন, পেরুর ২ জন, ফিলিপাইনের ২ জন, আজারবাইজানের একজন, কম্বোডিয়ার একজন, অস্ট্রিয়ার একজন ও স্পেনের একজন নিহত হয়েছেন। এসব দেশের বেশ কয়েজন নাগরিক নিখোঁজ এবং জিম্মি রয়েছেন।