ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘কবরস্থানে’ পরিণত হয়েছে গাজার হাসপাতালগুলো

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • / ৫৩৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের গাজায় ছয়দিন ধরে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইলের সেনারা। উপুর্যপুরি বিমান হামলা ও সর্বাত্মক অবরোধের কারণে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে সেখানকার একমাত্র বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎবিচ্ছিন্ন হওয়ায় ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা ব্যবস্থা।

চিকিৎসা সরঞ্জামের অভাব ও বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে গাজার হাসপাতালগুলো ‘কবরস্থানে’ পরিণত হয়েছে বলে জানিয়েছে মানবিক সহায়তা সংস্থা রেড ক্রস। আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় সংস্থাটি এমনটি জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে রেড ক্রসের কর্মী হিশাম এমহান্না বলেন, ‘আগামী কয়েক ঘণ্টার মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডের বিদ্যুৎ কোম্পানি পুরোপুরি বন্ধ হয়ে যাবে।’

গাজার সবগুলো হাসপাতালে এখন হতাহত লোকজন দিয়ে ভরা। এমন পরিস্থিতিতে হাসপাতালগুলো চিকিৎসা সরঞ্জামের সংকট দেখা দিয়েছে

পাশাপাশি খাবার, ওষুধ ও সুপেয় পানি ফুরিয়ে আসায় মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন গাজার বাসিন্দারা। এই পরিস্থিতিতে অবিলম্বে গাজায় মানবিক ত্রাণসহায়তা পৌঁছানোর সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। বুধবারও সেখানে ইসরাইলি বিমান হামলায় ৫১জন নিহত হয়। এদিকে, গাজায় এবার স্থল হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে সীমান্তে প্রস্তুত রয়েছে বিপুল সংখ্যক ইসরাইলি সেনা। বুধবার বিরোধীদলকে সাথে নিয়ে জরুরি ঐক্য সরকার গঠনের পর মন্ত্রিসভার বৈঠকে প্রত্যেক হামাস সদস্যের মৃত্যু পরোয়ানাও ঘোষণা করেন নেতানিয়াহু। এদিকে, হামলা অব্যাহত রেখেছে হামাস সদস্যরাও। হামলা পালটা হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ১২শ’ ইসরাইলি ও ১১শ’ ফিলিস্তিনি। আহত ছাড়িয়েছে ৯ হাজার।

নিউজটি শেয়ার করুন

‘কবরস্থানে’ পরিণত হয়েছে গাজার হাসপাতালগুলো

আপডেট সময় : ০৬:৪৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনের গাজায় ছয়দিন ধরে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইলের সেনারা। উপুর্যপুরি বিমান হামলা ও সর্বাত্মক অবরোধের কারণে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে সেখানকার একমাত্র বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎবিচ্ছিন্ন হওয়ায় ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা ব্যবস্থা।

চিকিৎসা সরঞ্জামের অভাব ও বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে গাজার হাসপাতালগুলো ‘কবরস্থানে’ পরিণত হয়েছে বলে জানিয়েছে মানবিক সহায়তা সংস্থা রেড ক্রস। আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় সংস্থাটি এমনটি জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে রেড ক্রসের কর্মী হিশাম এমহান্না বলেন, ‘আগামী কয়েক ঘণ্টার মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডের বিদ্যুৎ কোম্পানি পুরোপুরি বন্ধ হয়ে যাবে।’

গাজার সবগুলো হাসপাতালে এখন হতাহত লোকজন দিয়ে ভরা। এমন পরিস্থিতিতে হাসপাতালগুলো চিকিৎসা সরঞ্জামের সংকট দেখা দিয়েছে

পাশাপাশি খাবার, ওষুধ ও সুপেয় পানি ফুরিয়ে আসায় মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন গাজার বাসিন্দারা। এই পরিস্থিতিতে অবিলম্বে গাজায় মানবিক ত্রাণসহায়তা পৌঁছানোর সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। বুধবারও সেখানে ইসরাইলি বিমান হামলায় ৫১জন নিহত হয়। এদিকে, গাজায় এবার স্থল হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে সীমান্তে প্রস্তুত রয়েছে বিপুল সংখ্যক ইসরাইলি সেনা। বুধবার বিরোধীদলকে সাথে নিয়ে জরুরি ঐক্য সরকার গঠনের পর মন্ত্রিসভার বৈঠকে প্রত্যেক হামাস সদস্যের মৃত্যু পরোয়ানাও ঘোষণা করেন নেতানিয়াহু। এদিকে, হামলা অব্যাহত রেখেছে হামাস সদস্যরাও। হামলা পালটা হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ১২শ’ ইসরাইলি ও ১১শ’ ফিলিস্তিনি। আহত ছাড়িয়েছে ৯ হাজার।