০৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কাল টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৯:৪৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • ১৬১ দেখেছেন

বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের তৃতীয় খেলায় আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। চেন্নাইয়ে বাংলাদেশের লক্ষ্য ইংল্যান্ডের বিপক্ষে খেলার ভুল ত্রুটি শুধরানো। এবারের আসরে দুর্দান্ত ফর্মে থাকা কিউইদের বিপক্ষে এই ম্যাচটি বাংলাদেশের জন্য কঠিন হবে। অন্যদিকে, প্রথম দুই খেলায় জয় পাওয়া নিউজিল্যান্ড দল প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে খেলাটি শুরু হবে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।

ভারতে বিশ্বকাপ ক্রিকেট মিশনে শুক্রবার বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচটি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। আইপিএলের সবচেয়ে সফল দল মাহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের মাঠে হবে এই খেলা। বাংলাদেশ এই মাঠে এর আগে একটি ম্যাচ খেলেছে ১৯৯৮ সালে। কেনিয়ার বিপক্ষে ওই ম্যাচটিতেই আন্তর্জাতিক ক্রিকেটে একদিনের খেলায় বাংলাদেশ প্রথম জয়ের দেখা পেয়েছিলো। তবে সেই চেন্নাই এখন অনেক বদলে গেছে। আইপিএলের সুবাদে চেন্নাইয়ে মাঠের সাথে এখন বেশিরভাগ ক্রিকেটারই পরিচিত। তবে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারের কাছেই এই মাঠটি অচেনা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াইও। ভারতের ধর্মশালায় ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে পরাজয় বাংলাদেশ দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস নেমেছে তলানিতে। তবে ওই ম্যাচের তিক্ত স্মৃতি ভুলে ক্রিকেটারদের জেগে ওঠার পরামর্শ দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। নতুন উদ্যামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার প্রত্যায় টিম বাংলাদেশের। দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য কিছুটা কঠিনই হবে। তবে চেন্নাইয়ের স্পিনিং উইকেটকে কাজে লাগিয়ে নিউজিল্যান্ডকে ঘায়েল করতে চান সাকিব, মিরাজরা।

অন্যদিকে, বিশ্বকাপ দারুণ কাটছে নিউজিল্যান্ড দলের। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও বড় জয় পেয়েছে কিউইরা। ইনজুরি কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনের। বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্সও কিউইদের বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে।

বিশ্বকাপ ক্রিকেটে এই পর্যন্ত দু’দল ৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে প্রতিবারই জিতেছে নিউজিল্যান্ড।

শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

কাল টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড

আপডেট : ০৯:৪৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের তৃতীয় খেলায় আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। চেন্নাইয়ে বাংলাদেশের লক্ষ্য ইংল্যান্ডের বিপক্ষে খেলার ভুল ত্রুটি শুধরানো। এবারের আসরে দুর্দান্ত ফর্মে থাকা কিউইদের বিপক্ষে এই ম্যাচটি বাংলাদেশের জন্য কঠিন হবে। অন্যদিকে, প্রথম দুই খেলায় জয় পাওয়া নিউজিল্যান্ড দল প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে খেলাটি শুরু হবে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।

ভারতে বিশ্বকাপ ক্রিকেট মিশনে শুক্রবার বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচটি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। আইপিএলের সবচেয়ে সফল দল মাহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের মাঠে হবে এই খেলা। বাংলাদেশ এই মাঠে এর আগে একটি ম্যাচ খেলেছে ১৯৯৮ সালে। কেনিয়ার বিপক্ষে ওই ম্যাচটিতেই আন্তর্জাতিক ক্রিকেটে একদিনের খেলায় বাংলাদেশ প্রথম জয়ের দেখা পেয়েছিলো। তবে সেই চেন্নাই এখন অনেক বদলে গেছে। আইপিএলের সুবাদে চেন্নাইয়ে মাঠের সাথে এখন বেশিরভাগ ক্রিকেটারই পরিচিত। তবে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারের কাছেই এই মাঠটি অচেনা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াইও। ভারতের ধর্মশালায় ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে পরাজয় বাংলাদেশ দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস নেমেছে তলানিতে। তবে ওই ম্যাচের তিক্ত স্মৃতি ভুলে ক্রিকেটারদের জেগে ওঠার পরামর্শ দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। নতুন উদ্যামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার প্রত্যায় টিম বাংলাদেশের। দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য কিছুটা কঠিনই হবে। তবে চেন্নাইয়ের স্পিনিং উইকেটকে কাজে লাগিয়ে নিউজিল্যান্ডকে ঘায়েল করতে চান সাকিব, মিরাজরা।

অন্যদিকে, বিশ্বকাপ দারুণ কাটছে নিউজিল্যান্ড দলের। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও বড় জয় পেয়েছে কিউইরা। ইনজুরি কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনের। বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্সও কিউইদের বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে।

বিশ্বকাপ ক্রিকেটে এই পর্যন্ত দু’দল ৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে প্রতিবারই জিতেছে নিউজিল্যান্ড।