সিরিয়াতেও হামলা করছে ইসরায়েল
- আপডেট সময় : ০৪:১৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- / ৪২৯ বার পড়া হয়েছে
এবার সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। সিরিয়ার রাজধানী দামেস্ক ও আলেপ্পো শহরের বিমানবন্দরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এতে এসব বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই হামলা ঠেকাতে এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে সিরিয়া। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানার বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।
গাজায় একের পর এক হামলা করছে ইসরায়েলের সেনাবাহিনী। লেবাননের গোষ্ঠি হিজবুল্লাহর হামলার জবাবে সেখানেও হামলা করেছে ইসরায়েল।
এদিকে বৃহস্পতিবার গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। সেখানে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১ হাজার ৪১৭ জনে দাঁড়িয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, হামাসের সঙ্গে সংঘাতে ইসরায়েলে নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে।
ইসরায়েল সফরে রয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে তিনি বৃহস্পতিবার তেল আবিবে পৌঁছান। হামাসের হামলার পর ইসরায়েলের প্রতি সমর্থন জানানো ও সংঘাত যেন আরও বিস্তৃত না হয় সেজন্য এই সফর। এ ছাড়া পেন্টাগনের প্রধানও শুক্রবার ইসরায়েল সফর করবেন বলে জানা গেছে।
গাজা উপত্যকায় বসবাসকারীদের এখান থেকে সরে যেতে এবার লিফলেট দিতে শুরু করেছে ইসরায়েলের বাহিনী। এমন একটি লিফলেট এসেছে বিবিসির প্রতিবেদকের হাতে। এটি বেইত লাহিয়াতে ফেলা হয়েছে বলে জানা যায়। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ দাবি করেছে, হামাসের কারণে এটি করতে হচ্ছে।