ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গেইল-জয়সুরিয়ার রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সাকিবের

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • / ৪৩৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপ ক্রিকেটে সাকিব এখন নতুন রেকর্ডের মালিক। ব্যাটে-বলে গড়েছেন বিরল এক ইতিহাস। বিশ্বআসরের ইতিহাসে সেরা অলরাউন্ডারদের তালিকার শীর্ষস্থান দখল করে নিয়েছেন সাকিব আল হাসান। সাকিব পেছনে ফেলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল ও শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়াকে।

শুক্রবার (১৩ অক্টোর) নিউজিল্যান্ডের বিপক্ষে ৫১ বলে ৪০ রানে আউট হন সাকিব। এর আগে ব্যক্তিগত ২৬ রান করেই ভেঙেছেন দুই কিংবদন্তীর রেকর্ড। বিশ্বকাপ ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে সর্বোচ্চ রান ও উইকেটের মালিক এখন সাকিব।

ক্রিস গেইল ২০০৩ থেকে ২০১৯ পর্যন্ত ৫টি বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলে ১১৮৬ রান করার পাশাপাশি ১৬টি উইকেট শিকার করেন। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সানাথ জয়সুরিয়া ১৯৯২ থেকে ২০০৭ পর্যন্ত ৫টি আসরে ৩৮ ম্যাচ খেলে ১১৬৫ রান ও ২৭ উইকেট নেন।

আর সাকিব ২০০৭ থেকে ২০২৩ পর্যন্ত ৫ আসরে এখন পর্যন্ত ৩১টি ম্যাচ খেলে ১১৬১ রান ও ৩৮ উইকেট তুলে নিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব ১১৬১ রান নিয়ে খেলতে নামেন। গেইলকে টপকাতে প্রয়োজন ছিল ২৬ রানের আর জয়সুরিয়াকে টপকাতে প্রয়োজন ছিল পাঁচ রানের। সাকিব ২৪ রান করে পর পর তিন বলে দুটি ছয় ও একটি চার মারেন।

শেষ পর্যন্ত সাকিব ৫১ বলে ২ ছয় ও ৩ চারের সাহায্যে ৪০ রান করে আউট হন। বর্তমানে বিশ্বকাপের ইতিহাসে শীর্ষ অলরাউন্ডার হিসেবে সাকিবের রান ১২০১ রান ও উইকেট ৩৮টি। তার এ রেকর্ড যে আরও এগিয়ে যাবে কারণ বাংলাদেশ আরও ৬টি ম্যাচ খেলবে।

নিউজটি শেয়ার করুন

গেইল-জয়সুরিয়ার রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সাকিবের

আপডেট সময় : ০১:০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

বিশ্বকাপ ক্রিকেটে সাকিব এখন নতুন রেকর্ডের মালিক। ব্যাটে-বলে গড়েছেন বিরল এক ইতিহাস। বিশ্বআসরের ইতিহাসে সেরা অলরাউন্ডারদের তালিকার শীর্ষস্থান দখল করে নিয়েছেন সাকিব আল হাসান। সাকিব পেছনে ফেলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল ও শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়াকে।

শুক্রবার (১৩ অক্টোর) নিউজিল্যান্ডের বিপক্ষে ৫১ বলে ৪০ রানে আউট হন সাকিব। এর আগে ব্যক্তিগত ২৬ রান করেই ভেঙেছেন দুই কিংবদন্তীর রেকর্ড। বিশ্বকাপ ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে সর্বোচ্চ রান ও উইকেটের মালিক এখন সাকিব।

ক্রিস গেইল ২০০৩ থেকে ২০১৯ পর্যন্ত ৫টি বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলে ১১৮৬ রান করার পাশাপাশি ১৬টি উইকেট শিকার করেন। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সানাথ জয়সুরিয়া ১৯৯২ থেকে ২০০৭ পর্যন্ত ৫টি আসরে ৩৮ ম্যাচ খেলে ১১৬৫ রান ও ২৭ উইকেট নেন।

আর সাকিব ২০০৭ থেকে ২০২৩ পর্যন্ত ৫ আসরে এখন পর্যন্ত ৩১টি ম্যাচ খেলে ১১৬১ রান ও ৩৮ উইকেট তুলে নিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব ১১৬১ রান নিয়ে খেলতে নামেন। গেইলকে টপকাতে প্রয়োজন ছিল ২৬ রানের আর জয়সুরিয়াকে টপকাতে প্রয়োজন ছিল পাঁচ রানের। সাকিব ২৪ রান করে পর পর তিন বলে দুটি ছয় ও একটি চার মারেন।

শেষ পর্যন্ত সাকিব ৫১ বলে ২ ছয় ও ৩ চারের সাহায্যে ৪০ রান করে আউট হন। বর্তমানে বিশ্বকাপের ইতিহাসে শীর্ষ অলরাউন্ডার হিসেবে সাকিবের রান ১২০১ রান ও উইকেট ৩৮টি। তার এ রেকর্ড যে আরও এগিয়ে যাবে কারণ বাংলাদেশ আরও ৬টি ম্যাচ খেলবে।