ডেঙ্গুতে ১৩ মৃত্যু, হাসপাতালে ১৬৭৩
- আপডেট সময় : ০১:৪১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ৪৩৭ বার পড়া হয়েছে
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ জন ঢাকার এবং ৫ জন ঢাকার বাইরের। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৮ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৩ জন নতুন রোগী।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে রাজধানীর হাসপাতালে ৪৭৮ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ১৯৫ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত বেড়ে দাঁড়ালো ২ লাখ ৩৫ হাজার ২০৪ জনে।
এতে আরও বলা হয়, বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮ হাজার ২৪৮ রোগী। এদিকে, একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ২৯ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২ লাখ ২৫ হাজার ৮০৮ জন।
এর আগে, গতকাল বৃহস্পতিবারও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া গতকাল হাসপাতালে ভর্তি হয়েছিল ২ হাজার ৩২৭ জন নতুন রোগী। সে তুলনায় আজ হাসপাতালে নতুন রোগী ভর্তির সংখ্যা কমেছে।
স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছর অনেক আগেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে, ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এছাড়া ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে মারা যান ১০৫ জন।