হামলা অব্যাহত রাখলে যুদ্ধে অন্যান্য দল যুক্ত হতে পারে: ইরান
- আপডেট সময় : ০৫:৫৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ৪৩৩ বার পড়া হয়েছে
গাজায় হামলা অব্যাহত রাখলে ইসরায়েল-হামাস যুদ্ধে অন্যান্য দলও যুক্ত হতে পারে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমীর-আব্দুল্লাহিয়ান। গতকাল বৃহস্পতিবার লেবাননে সাংবাদিকদের তিনি এমনটি বলেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বৃহস্পতিবার রাতে লেবাননে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে হামাস ও লেবানিজ কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
লেবানন পৌঁছে সাংবাদিকদের আব্দুল্লাহিয়ান বলেন, গাজায় আগ্রাসন, যুদ্ধাপরাধ এবং অবরোধের অব্যাহত থাকলে অন্যান্য দলেরও এ যুদ্ধে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী অন্যান্য দল বলতে তেহরান সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ’র কথাই ইঙ্গিত করেছেন।
চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে বেরিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান। ইরাক ও লেবানন সফরের পর চলতি সপ্তাহের শেষের দিকে তাঁর সিরিয়া সফরেরও কথা রয়েছে।
আব্দুল্লাহিয়ান এমন এক সময় লেবানন সফরে এসেছেন যখন হিজবুল্লাহ’র সঙ্গে ইসরায়েলের তুমুল উত্তেজনা চলছে।
ফিলিস্তিনের সরকারি সংস্থা জানায়, গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল-হামাস সংঘাতে এখন পর্যন্ত গাজায় ১ হাজার ৪০০ জনের বেশি ও ইসরায়েলে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ মারা গেছেন।