অক্টোবরে আরও তিনটি কর্মসূচির ঘোষণা দিলো আ.লীগ ও যুবলীগ
- আপডেট সময় : ০১:২৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ৪১০ বার পড়া হয়েছে
চলতি অক্টোবর মাসে রাজধানীতে আরও তিনটি কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী যুবলীগ। নতুন কর্মসূচি অনুযায়ী আগামী ১৬ অক্টোবর যুবলীগ এবং ১৮ ও ২০ অক্টোবর আওয়ামী লীগের পক্ষ থেকে সমাবেশের আয়োজন করা হবে।
শুক্রবার (১৩ অক্টোবর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দলের সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতাদের বৈঠকে এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আগামী ১৬ অক্টোবর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে যুব সমাবেশ করবে যুবলীগ। আগামী ১৮ অক্টোবর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। আর ২০ অক্টোবর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের প্রতিনিধি সভা হবে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে।
বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাউল হক সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস উপস্থিত ছিলেন বলেন জানা গেছে।