ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দেশকে দেউলিয়া বানানোর পথে সরকার: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • / ৪১০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে একদিকে মানুষ দিশেহারা অন্যদিকে উন্নয়নের গালগল্প দিয়ে দেশকে দেউলিয়া বানানোর পথে হাঁটছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ অক্টোবর) সরকারের লাগামহীন দুর্নীতি, ব্যাংকিং খাতে অব্যবস্থাপনা, বিদেশে অর্থ পাচার বিষয়ে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শহীদউদ্দিন চৌধুরী এ্যানীকে গ্রেপ্তার ও যেভাবে নির্যাতন করা হয়েছে তা রাজনীতির ইতিহাসে খুবই কম হয়েছে। এ্যানীর মুক্তি ও সব মামলা প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, ‘রিজার্ভের অবস্থা এত শোচনীয়, অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে। বিশ্বে অর্থনীতির উন্নতি হলেও বাংলাদেশ ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। রিজার্ভের পতন চলছে, রেমিট্যান্স বিপর্যয় গভীর হয়েছে। টানা তিনমাসে সবচেয়ে কম। রিজার্ভ কমতে শুরু করায় বড় ধরনের সংকটের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অর্থনীতির তোয়াক্কা না করে ব্যাংকগুলোকে অর্থ লোপাটে ব্যবহার করছে সরকার।’ তিনি জানান, শ্রীলঙ্কা এক বছরের মাথায় ঘুরে দাঁড়িয়েছে। তাদের সুশাসনের জন্য, দুর্নীতিমুক্ত পরিকল্পনার জন্য।

সরকারের উন্নয়নের রাজনীতির নিচে চাপা পড়ে ছিল দেশের প্রকৃত অবস্থা, যা এখন খোলাসা হতে শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, ‘দেশের অর্থনীতি নজিরবিহীন মন্থর গতিতে চলছে। সরকারের সিন্ডিকেটের কারণে মূল্যস্ফীতি বেড়েই চলছে।

ফখরুল বলেন, ‘সকলকে এখন দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠন করতে হবে তাহলে দেশের অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব। সরকার শুধু রাজনীতি নয় অর্থনীতিকেও ধ্বংস করে ফেলেছে। মিথ্যার আশ্রয় নিয়েছে, মিথ্যা প্রচারণা চালাচ্ছে। বিভিন্ন মেগা প্রকল্প উদ্বোধন করে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতিকে ঢেকে রাখার পদ্ধতি হাতে নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

দেশকে দেউলিয়া বানানোর পথে সরকার: ফখরুল

আপডেট সময় : ০৮:৪৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে একদিকে মানুষ দিশেহারা অন্যদিকে উন্নয়নের গালগল্প দিয়ে দেশকে দেউলিয়া বানানোর পথে হাঁটছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ অক্টোবর) সরকারের লাগামহীন দুর্নীতি, ব্যাংকিং খাতে অব্যবস্থাপনা, বিদেশে অর্থ পাচার বিষয়ে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শহীদউদ্দিন চৌধুরী এ্যানীকে গ্রেপ্তার ও যেভাবে নির্যাতন করা হয়েছে তা রাজনীতির ইতিহাসে খুবই কম হয়েছে। এ্যানীর মুক্তি ও সব মামলা প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, ‘রিজার্ভের অবস্থা এত শোচনীয়, অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে। বিশ্বে অর্থনীতির উন্নতি হলেও বাংলাদেশ ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। রিজার্ভের পতন চলছে, রেমিট্যান্স বিপর্যয় গভীর হয়েছে। টানা তিনমাসে সবচেয়ে কম। রিজার্ভ কমতে শুরু করায় বড় ধরনের সংকটের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অর্থনীতির তোয়াক্কা না করে ব্যাংকগুলোকে অর্থ লোপাটে ব্যবহার করছে সরকার।’ তিনি জানান, শ্রীলঙ্কা এক বছরের মাথায় ঘুরে দাঁড়িয়েছে। তাদের সুশাসনের জন্য, দুর্নীতিমুক্ত পরিকল্পনার জন্য।

সরকারের উন্নয়নের রাজনীতির নিচে চাপা পড়ে ছিল দেশের প্রকৃত অবস্থা, যা এখন খোলাসা হতে শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, ‘দেশের অর্থনীতি নজিরবিহীন মন্থর গতিতে চলছে। সরকারের সিন্ডিকেটের কারণে মূল্যস্ফীতি বেড়েই চলছে।

ফখরুল বলেন, ‘সকলকে এখন দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠন করতে হবে তাহলে দেশের অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব। সরকার শুধু রাজনীতি নয় অর্থনীতিকেও ধ্বংস করে ফেলেছে। মিথ্যার আশ্রয় নিয়েছে, মিথ্যা প্রচারণা চালাচ্ছে। বিভিন্ন মেগা প্রকল্প উদ্বোধন করে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতিকে ঢেকে রাখার পদ্ধতি হাতে নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।