১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করল ফ্রান্স

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের সমর্থনে সব ধরনের বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করেছে ফ্রান্স। তবে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সেই নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানী প্যারিসে বিক্ষোভে অংশ নেন কয়েকশ মানুষ। পরে কাঁদানে গ্যাস ছুড়ে ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় ফ্রান্সের দাঙ্গা পুলিশ।
বিক্ষোভকারীদের একজন ২৯ বছর বয়সী শারলট ভনটিয়ার সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছেন, `আমরা আইনের শাসনের আওতাধীন দেশে বসবাস করি, যেখানে আমাদের কোন কিছুর পক্ষে অবস্থান নেয়া, আন্দোলন করার অধিকার রয়েছে। এটি কখনই নৈতিক হবে না যখন এক পক্ষ এখানে আন্দোলন করতে পারবে আর অন্য পক্ষ তা পারবে না।`

‘জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে’ দাবি করে ফ্রান্সে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড মুসা দারমানিন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্যারিসের বিখ্যাত প্লেস দে লা রিপাবলিকের স্মৃতিস্তম্ভে রঙ স্প্রে করে ‘ফ্রি প্যালেস্টাইন’ লিখে দেন বিক্ষোভকারীরা। তাদের অনেকেই ফিলিস্তিনি পতাকা শরীরে জড়িয়ে বিক্ষোভে অংশ নেন। এসময় ‘আমরা সবাই ফিলিস্তিনি’ ধ্বনিতে আন্দোলিত হয়ে ওঠে বিক্ষোভস্থল।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এর আগে এ ধরনের কার্যকলাপ থেকে দেশবাসীকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। গাজায় টানা ষষ্ঠ দিনে ইসরায়েলি হামলায় নিহত হন কমপক্ষে ১৪ শত মানুষ। এমন সময় সভা-সমাবেশ নিষিদ্ধের ঘোষণা দেয় ফ্রান্স।

অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ অনুমোদন

বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করল ফ্রান্স

আপডেট : ০৫:৪৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের সমর্থনে সব ধরনের বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করেছে ফ্রান্স। তবে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সেই নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানী প্যারিসে বিক্ষোভে অংশ নেন কয়েকশ মানুষ। পরে কাঁদানে গ্যাস ছুড়ে ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় ফ্রান্সের দাঙ্গা পুলিশ।
বিক্ষোভকারীদের একজন ২৯ বছর বয়সী শারলট ভনটিয়ার সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছেন, `আমরা আইনের শাসনের আওতাধীন দেশে বসবাস করি, যেখানে আমাদের কোন কিছুর পক্ষে অবস্থান নেয়া, আন্দোলন করার অধিকার রয়েছে। এটি কখনই নৈতিক হবে না যখন এক পক্ষ এখানে আন্দোলন করতে পারবে আর অন্য পক্ষ তা পারবে না।`

‘জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে’ দাবি করে ফ্রান্সে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড মুসা দারমানিন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্যারিসের বিখ্যাত প্লেস দে লা রিপাবলিকের স্মৃতিস্তম্ভে রঙ স্প্রে করে ‘ফ্রি প্যালেস্টাইন’ লিখে দেন বিক্ষোভকারীরা। তাদের অনেকেই ফিলিস্তিনি পতাকা শরীরে জড়িয়ে বিক্ষোভে অংশ নেন। এসময় ‘আমরা সবাই ফিলিস্তিনি’ ধ্বনিতে আন্দোলিত হয়ে ওঠে বিক্ষোভস্থল।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এর আগে এ ধরনের কার্যকলাপ থেকে দেশবাসীকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। গাজায় টানা ষষ্ঠ দিনে ইসরায়েলি হামলায় নিহত হন কমপক্ষে ১৪ শত মানুষ। এমন সময় সভা-সমাবেশ নিষিদ্ধের ঘোষণা দেয় ফ্রান্স।