লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ‘ইউনিফিল’ এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ সদস্যের একটি দল চট্টগ্রাম বিমানবন্দর ত্যাগ করেছে। আজ শুক্রবার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা। চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন জামাল উদ্দিন চৌধুরী তাদের বিদায় জানান।
বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট ‘ব্যানকন-১৪’ এর আওতায় লেবাননে মোতায়েন করা নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামে এই নৌ সদস্যরা যোগ দেবেন। এর আগে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী নৌবাহিনীর ঘাঁটি বানৌজা ঈসা খান এ লেবাননগামী নৌসদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এসময় সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমুর্তি সমুন্নত রাখতে ও উত্তরোত্তর বাড়াতে নৌ সদস্যদের কাজ করার দিক নির্দেশনা দেন তিনি।