ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরাইল-হামাস যুদ্ধ: নিহত প্রায় ৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • / ৪২৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিন যতোই গড়াচ্ছে, ফিলিস্তিনে ততোই বাড়ছে ইসরাইলি হামলা। সেইসাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। ইসরাইলি হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৫শ’ ছাড়িয়েছে। অন্যদিকে, ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ জন ছাড়িয়ে গেছে।

আর গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার থেকে এ পর্যন্ত উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ১ হাজার ৫৩৭ জন এবং আহত হয়েছেন আরও ৬ হাজার ৬১২ জন।

ইসরাইলি বাহিনীর হামলা চলছে ফিলিস্তিনের পশ্চিম তীর এবং রাজধানী পূর্ব জেরুজালেমেও। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার থেকে এ পর্যন্ত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে নিহত হয়েছেন অন্তত ৩৬ জন।

এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত ছয় দিনে ইসরাইল ও ফিলিস্তিনে নিহত হয়েছেন অন্তত ২৫ জন মার্কিন নাগরিক।

গেল ৮ই অক্টোবর শনিবার ভোর রাত থেকে দক্ষিণ ও মধ্য ইসরাইলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক রকেট ছোড়া শুরু করে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এরপর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

নিউজটি শেয়ার করুন

ইসরাইল-হামাস যুদ্ধ: নিহত প্রায় ৩ হাজার

আপডেট সময় : ০৫:০৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

দিন যতোই গড়াচ্ছে, ফিলিস্তিনে ততোই বাড়ছে ইসরাইলি হামলা। সেইসাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। ইসরাইলি হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৫শ’ ছাড়িয়েছে। অন্যদিকে, ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ জন ছাড়িয়ে গেছে।

আর গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার থেকে এ পর্যন্ত উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ১ হাজার ৫৩৭ জন এবং আহত হয়েছেন আরও ৬ হাজার ৬১২ জন।

ইসরাইলি বাহিনীর হামলা চলছে ফিলিস্তিনের পশ্চিম তীর এবং রাজধানী পূর্ব জেরুজালেমেও। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার থেকে এ পর্যন্ত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে নিহত হয়েছেন অন্তত ৩৬ জন।

এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত ছয় দিনে ইসরাইল ও ফিলিস্তিনে নিহত হয়েছেন অন্তত ২৫ জন মার্কিন নাগরিক।

গেল ৮ই অক্টোবর শনিবার ভোর রাত থেকে দক্ষিণ ও মধ্য ইসরাইলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক রকেট ছোড়া শুরু করে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এরপর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরাইল।