বিএনপির সাথে কোন সমঝোতা নয়: কাদের
- আপডেট সময় : ০১:২২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ৫৫৪ বার পড়া হয়েছে
বিএনপি সাথে আর কোনো সমঝোতা নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা হলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। নারায়ণগঞ্জের কাঁচপুরে জেলা আওয়ামী লীগ অয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে একথা বলেন তিনি। বাড়াবাড়ি করলে জনগণই বিএনপিকে অচল করে দেবে বলে জানান ওবায়দুল কাদের।
বিএনপি-জামাতের নৈরাজ্য, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এই উন্নয়ন ও শান্তি সমাবেশের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। কাঁচপুর সেতুর কাছে বালুর মাঠে এই সমাবেশে নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সমাবেশ স্থল সহ গোটা এলাকা পরিণত হয় জনসমুদ্রে।
এসময় আওয়ামী লীগের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বলেন, দেশ ও সরকার বিরোধী সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। আগামী জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জের সব আসনেই আওয়ামী লীগের প্রার্থীর বিজয় নিশ্চিত করার অঙ্গীকার করেন তারা।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের এই সমস্যা থাকবে না। সবকিছুর দামই কমে আসবে। আপনারা কেউ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল বুঝবেন না। তিনি রাতে তিন ঘণ্টা ঘুমান। শেখ হাসিনা না থাকলে দেশ অন্ধকার হয়ে যাবে। আপনারা ভোটের মাধ্যমে তাকে প্রতিদান দেবেন। দল কাকে মনোনয়ন দিবে তা দলের বিষয়। তবে এখানকার নেতাকর্মীদের নৌকা প্রতীকের যে দাবি তা অবশ্যই কেন্দ্রে জানাব।
সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গুজব আর মিথ্যাচারের ওপর ভর করে চলেছে বিএনপির রাজনীতি। তাদের সাথে কেউ নেই। দেশের স্থিতিশীলতা ও শান্তি নষ্ট করতে চাইলে সমুচিত জবাব দেয়া হবে বলেও সতর্ক করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, আওয়ামী লীগকে শত্র“ হিসেবে দেখে বিএনপি। তাদের সাথে সমঝোতা সম্ভব নয়।
জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহবান জানান দলের সাধারণ সম্পাদক।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নামক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবুল হাসনাত মো. শহিদ বাদল, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা প্রমুখ।